মাসে গেলে একাউন্টে আসবে 9,000 টাকা! পোস্ট অফিসের মাসিক আয় স্কিম সম্পর্কে জানুন বিস্তারিত -India Post Scheme

India Post Scheme :ভারতের জনগণের জন্য টাকা বিনিয়োগ ও মাসিক আয়ের দারুণ সুযোগ নিয়ে উপস্থিত হয়েছি। বর্তমানে দেশের সব থেকে বিনিয়োগের গুরুত্বপূর্ণ মাধ্যম বা ঝুঁকিহীন সংস্থা হলো ভারতীয় ডাক বিভাগ। এবার পোস্ট অফিসের এমন এক স্কিম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যার মাধ্যমে মাস গেলেই হাতে আসবে 9,000 টাকা। ভারতীয় পোস্ট অফিসের এই দারুন স্ক্রিনে যারা আবেদন করতে চাই বা এই স্কিমের সুবিধা নিতে চাই তারা শেষ পর্যন্ত পড়ুন। নিচে ধাপে ধাপে সবিস্তারে আলোচনা করা হবে। India Post Scheme

India post scheme

আমরা সকলেই অবগত ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য সংস্থা হল ভারতীয় পোস্ট অফিস। তাইতো ভারতীয়দের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুকিহীন বিনিয়োগকারী সংস্থা হিসেবে দাঁড়িয়েছে। ভারতীয় পোস্ট অফিস কর্তৃক এমন কিছু স্কিম নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে আপনি এক সময়ে ঘরে বসে একাউন্টে পাবেন 9,000 টাকা। ঘরে বসে মাসে মাসে পোস্ট অফিসের এই স্কিনে আয় করার দারুন সুযোগ রয়েছে আপনার হাতে। পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (MIS) সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। India Post Scheme

 

ভারত সরকারের ইন্ডিয়া পোস্ট এর মানতে ইনকাম স্কিমে এককালীন টাকা জমিয়ে মেয়াদ শেষে মান্থলি আয় করার সুযোগ দেওয়া হচ্ছে। আমরা সকলে জানি ভারতীয় পোস্ট অফিস হলো দেশের সেরা বিনিয়োগকারী সংস্থা ও ঝুঁকিহীন সংস্থা। তাই ভারতীয়দের জন্য দারুণ দারুণ নতুন নতুন স্কিমের খবর এই পেজে দেওয়া হয়ে থাকে। ঠিক একই ভাবে আজকেই আপনাদের জন্য মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি। আমরা আজকের প্রতিবেদনে হিসেব মিলিয়ে দেখে নিব কীভাবে মাসে গেলে একাউন্টে 9,000 টাকা পাওয়া সম্ভব।  India Post SCHEME

 

ভারতীয় পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে একজন সিঙ্গেল ব্যক্তি 5 বছর মেয়াদে মোট সর্বাধিক 9 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন এবং স্বামী স্ত্রী মিলে সর্বাধিক 15 লক্ষ টাকা 5 বছরে জমায়েত করতে পারবেন। এই 5 বছর ধরে আপনার জমায়েত টাকার সুদ পেতে থাকবেন। মেয়াদ শেষে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। মনে রাখতে হবে পোস্ট অফিসের এই স্কিমের সুদের হার দেওয়া হবে 7.4 শতাংশ হারে। India Post MIS Scheme

 

এবার সব থেকে বড়ো প্রশ্ন হলো কীভাবে মাসিক 9,000 টাকা পাওয়া যাবে। আসলে এক্ষেত্রে কোনো মাসিক বেতন দেওয়া হবে না কিন্তু আপনার জমানো টাকার সুদ আপনাকে প্রতিমাসে দেওয়া হবে। এক্ষেত্রে যদি স্বামী স্ত্রী মিলে মোট 15 লক্ষ টাকা বিনিয়োগ করো থাকে তাহলে প্রতিমাসে ওই টাকার সুদ হিসেবে 9,250 টাকা দ্বারাবে। আর তাই আপনি চাইলে মান্থলি ইনকাম হিসেবে একাউন্টে নিতে পারবেন। 5 বছর মেয়াদ পূরণ হলে আপনি পুরো টাকায় হাতে পেয়ে যাবেন। এই স্কিম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। India Post Scheme




45 টাকা করে জমিয়ে পান 25 লক্ষ টাকা, LIC-র দারুণ স্কিমের সুবিধা নিন -Life Insurance Corporation Scheme

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now