তিন মাস অন্তর পাবেন ১৫,৩৭৫ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে সুবিধা নিন এখনই – India Post Scheme

Published by
JR Team

পোস্ট অফিসের একটি দুর্দান্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। পোস্ট অফিসের যে সকল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে সবথেকে বেশি সুদ পাওয়া যায় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। এই স্কিম থেকে আপনি প্রতি তিন মাসে ১৫৩৭৫ টাকা আয় করতে পারবেন। তবে এই পরিমাণ টাকা আয় করার জন্য এই স্কিমে কত টাকা জমা করতে হবে সেই নিয়েই আজকে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হল। India Post Scheme

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Post Office SCSS)

পোস্ট অফিসে বিভিন্ন স্কিমের মধ্যে জনপ্রিয় স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior citizen Sevings Scheme)। এই স্কিমটি প্রবীণ নাগরিকদের প্রতি মাসে বা তিন মাস অন্তর, প্রতিবছর একটি নির্দিষ্ট পরিমাণ আয় পেতে সাহায্য করে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে একজন প্রবীণ নাগরিক এই স্কিমে যত টাকা বিনিয়োগ করবেন সেই টাকা থেকে প্রাপ্ত সুদ প্রতিমাসে অথবা তিন মাসে বা বছরে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। আবার এই স্কিমটি যখন ম্যাচিওর করবে তখন জমা করার টাকা রিটার্ন পাওয়া যাবে। India Post Scheme

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমের মেয়াদ হল পাঁচ বছরের জন্য। তবে পাঁচ বছরের জন্য মেয়াদ হলেও সেটি পূর্ণ হবার পর আরও তিন বছর মেয়াদ বাড়ানো যেতে পারে। এইভাবে আপনি যতবার খুশি তিন বছর করে স্কিমের মেয়াদ বাড়াতে পারবেন। প্রতি তিন মাস অন্তর পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার সংশোধন করা হয়। বর্তমান সময়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।


প্রতি ৩ মাসে ১৫,৩৭৫ টাকা পেতে কতো টাকা জমা করতে হবে?

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মাধ্যমে একজন ব্যাক্তি সর্বনিম্ন ১,০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন। অপরদিকে সর্বোচ্চ টাকার পরিমাণ হল ৩০,০০,০০০। তবে দুজন মিলে যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে ৬০,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে বিনিয়োগের পরিমাণ হবে ১,০০০ এর গুণিতক। এর মানে হল আপনি এই স্কিমে ১৫০০ টাকা ২৫০০ টাকা বিনিয়োগ করতে পারবেন না। আপনাকে বিনিয়োগ করতে হবে ২,০০০ টাকা, ৩,০০০ টাকা। আপনি যদি প্রতি ৩ মাসে ১৫,৩৭৫ টাকা সুদ পেতে চান, তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে ৩০,০০,০০০ টাকা। India Post Scheme

পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৩০,০০,০০০ টাকা বিনিয়োগ করলে বার্ষিক সুদের পরিমাণ হবে ৬১,৫০০ টাকা। প্রতি ৩ মাসে সুদের পরিমাণ দাঁড়াবে ১৫,৩৭৫ টাকা। মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ পাঁচ বছরে সুদের পরিমাণ হবে ২,৪৬,০০০ টাকা। মেয়াদ শেষে আপনার বিনিয়োগের টাকাও ফেরত পাবেন। India Post Office Scheme


কারা এবং কিভাবে এতে বিনিয়োগ করতে পারবেন?

যে ব্যক্তিরা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারা ৬০ বছর বয়সী হলে এই সিনিয়র সিটিজেন স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এই স্কিমটি খোলার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। যে সকল ব্যক্তিদের ৫৫ বছর বয়স তারা ৬০ বছরের আগের রিটায়ার্ড করলে এক মাসের মধ্যে এই স্কিমের বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন। আবার যে সকল প্রার্থীরা ভারতীয় সৈনিক বিভাগের চাকরি করেন তারা ৫০ থেকে ৬০ বছর বয়সে অবসর গ্রহণ করলে এক মাসের মধ্যে এই স্কিম খুলে তার সুবিধা উপভোগ করতে পারবেন। তবে অ্যাকাউন্টটি খোলার আগে পোস্ট অফিসের কর্মীদের সাথে বিস্তারিত তথ্য ভালোভাবে জেনে নেওয়া উচিত। Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

Recent Posts

This website uses cookies.