নিমিষেই টাকা দ্বিগুণ, পোস্ট অফিসের এই স্কিমের এখনই সুবিধা নিন – India Post Scheme

Published by
Mr Jobre

ধনী গরিব নির্বিশেষে প্রতিটি মানুষই চায় ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে। আর এই অর্থ সঞ্চয় করার জন্য ব্যাংক বা পোস্ট অফিস এর বিভিন্ন স্কিমকে বেছে নেওয়াই সবথেকে ভালো। পোস্ট অফিসের (India Post Scheme) দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্ন পাওয়ার মত ভালো কিছু স্কিম রয়েছে। এই স্কিমগুলির মধ্যে অন্যতম হল কিষান বিকাশ পত্র। দীর্ঘমেয়াদী আর্থিক সঞ্চয়কে উৎসাহিত করার জন্য তৎকালীন কেন্দ্রীয় সরকার ১৯৮৮ সালে এই প্রকল্পটি শুরু করেছিল। India Post Scheme

১৯৮৮ সালে যখন প্রথম এই কৃষাণ বিকাশ পত্রটি শুরু হয় তখন এটি কেবলমাত্র কৃষকদের জন্যই তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান কাল কালে এই প্রকল্পটিতে সমস্ত স্তরের ভারতবাসীরাই বিনিয়োগ করতে পারবেন। বর্তমানকালে কৃষান বিকাশ পত্রে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। যে গ্রাহকরা KVP তে বিনিয়োগ করেন তারা ১১৫ মাসে অর্থাৎ ৯ বছর ৭ মাসে বিনিয়োগের দ্বিগুন টাকা পান। অতএব কেউ যদি ৫ লক্ষ টাকার KVP কিনে রাখেন তাহলে ৯ বছর ৭ মাস পরে তিনি KVP থেকে ১০ লক্ষ টাকা রিটার্ন পাবেন। India Post Scheme

কত টাকা বিনিয়োগ করা যায়? নূন্যতম ১০০০ টাকা দিয়ে KVP স্কিমে বিনিয়োগ করা যায়। এই প্রকল্পের সর্বোচ্চ কোনো সীমা নেই। তবে যদি কোনো ব্যক্তি ৫০০০০ টাকার বেশি KVP তে বিনিয়োগ করেন তবে তাকে তার প্যান কার্ড জমা করতে হবে পোস্ট অফিসের কাছে।

মূলত টাকা পাচারের ঘটনাকে বন্ধ করার জন্য কেন্দ্র সরকার ২০১৪ সালে নিয়ম করেছেন যে KVP স্কিমে গ্রাহকরা যদি ৫০০০০ টাকার বেশি জমা করে তবে গ্রাহকের প্যান কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক। অপরদিকে এই স্কিমে যদি কেউ ১০ লাখ টাকার বেশি বিনিয়োগ করেন তবে পোস্ট অফিসের কাছেই ওই ব্যক্তির বেতন স্লিপ, আইটিআর, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আধার নম্বরের মতো কিছু নথি দিতে হতে পারে।

স্কিমটি কাদের জন্য উপকারী- যে সকল ব্যক্তিদের বিপুল পরিমাণ অর্থ আছে। ওই ব্যক্তিরা অর্থ নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। সেই ব্যক্তিরা অনায়াসেই এই KVP স্কিমটিকে বেছে নিতে পারেন। India Post Scheme

কারা অ্যাকাউন্ট খুলতে পারে? –১৮ বছরের বেশি বয়সী যে কোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমের জন্য একজন ব্যক্তি একক বা যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছরের বেশি বয়সী যে কোনো শিশুর নামেও কিষান বিকাশ পত্র কেনা যেতে পারে।

লক্ষীর ভান্ডার নিয়ে বিরাট সুসংবাদ! মাসিক টাকা পেতে এখনই দেখুন -WB Govt Lashmir Bhandar Update

প্রয়োজনীয় ডকুমেন্ট– KVP স্কিমটি করার সময় যে ডকুমেন্টসগুলির প্রয়োজন হয় তা হল গ্রাহকের আধার কার্ড বয়সের শংসাপত্র পাসপোর্ট ছবি KVP র আবেদন পত্র।

কিছু শর্ত সাপেক্ষে প্রি-ম্যাচিউর টাকা তোলা যেতে পারে – যদি প্রয়োজন হয় তাহলে KVP অ্যাকাউন্টটি খোলার ২ বছর ৬ মাস পরে প্রিম্যাচিউর করা যেতে পারে। তবে যদি KVP ধারক বা যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে, যে কোনও বা সমস্ত অ্যাকাউন্টধারীর মৃত্যু ঘটে, তাহলে যেকোনো সময় KVP অ্যাকাউন্ট প্রিম্যাচিউর করে নেওয়া যায়।

Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.

Share
Published by
Mr Jobre

This website uses cookies.