পোস্ট অফিসের মালামাল স্কিম! সল্প বিনিয়োগে পেতে পারেন ১২ লক্ষ টাকা -India Post Scheme

প্রতিটি মানুষ চাই যে তিনি যখন কর্ম থেকে অবসর নেবেন তখন তার সংসার যেন সচ্ছলভাবে চলে। আর সচ্ছল সংসার চলার পেছনে যে জিনিসটি মুখ্য ভূমিকা পালন করে তাহলে অর্থ। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ বেসরকারি দপ্তরে চাকরি করেন সরকারি চাকরি করেন মাত্র হাতে গোনা কয়েকজন। এই বেসরকারি কাজ থেকে যারা অবসর গ্রহণ করেন তারা অবসরের পরে কোনো পেনশনের সুবিধা পান না। সেই জন্য তাদের অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হয়।

India post scheme

এবার এই অসুবিধা থেকে নিস্তার পাওয়ার জন্য কেন্দ্র সরকার (Central Government Scheme) একটি দুর্দান্ত প্রকল্পের আয়োজন করেছে। আজ আমরা পোস্ট অফিসের এমনই এক স্কিম সম্পর্কে আলোচনা করব যা একটি মানুষের জীবনকে সুন্দর ও সুরক্ষিত করে তুলতে পারে। India Post Scheme

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন কারণ এখানে টাকা লুট হওয়ার কোনো ভয় নেই । প্রতিটি মানুষ বিনিয়োগের ক্ষেত্রে এফডিকেই আগে পছন্দ করেন। পোস্ট অফিস যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ( India Post SCS Scheme)  চালু করেছে সেখানে ৮.২% হারে সুদ পাওয়া যায়। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হল হাজার টাকা। সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।India Post Scheme

ম্যাচিওরিটির সময়কাল হল পাঁচ বছর। কোনো ব্যক্তির আয়ু যদি ৬০ বছর বা তার বেশি হয় তাহলে নির্দ্বিধায় এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। অপরদিকে যে ব্যক্তিরা ভিআরএস নেওয়ার কথা ভাবছেন অর্থাৎ যারা সিভিল সেক্টরে সরকারি কর্মী ও প্রতিরেক্ষা কাজ থেকে অবসর নিতে চাইছেন তারা কিছু শর্ততে ছাড় পাবেন ওই স্কিমে বিনিয়োগ করলে। সিনিয়র সিটিজেনরা এই সেভিংস স্কিম থেকে সর্বোচ্চ ১২ লক্ষ ৩০ হাজার টাকা সুদ পাওয়া যেতে পারে।

রাজ্যে অবশেষে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করে ফেলুন -WB Govt Job Recruitment

এই ১২ লক্ষ ৩০ হাজার টাকা পেতে গেলে তাদের ৩০ লক্ষ টাকা এই স্কিমে জমা করতে হবে। ৩০ লক্ষ টাকা, ৫ বছরের জন্য জমা করলে সুদ পাওয়া যাবে ৮.২% হারে। তাহলে দেখা যাচ্ছে যে আসল ৩০ লক্ষ টাকা পাঁচ বছরে সুদে-আসলে হবে ৪২ লক্ষ ৩০ হাজার টাকা।India Post Scheme

আবার এই সিনিয়র সিটিজেন স্কিমে যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় তবে পাঁচ বছর মেয়াদ শেষে সেটিকে আরও তিন বছরের জন্য বাড়ানো যেতে পারে।।

Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"