India Post Scheme : প্রতিটি মানুষ চায় তাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়। আর এই ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য যে জিনিসটি বেশি করে প্রয়োজন হয় তাহলে অর্থের। পুরুষ মহিলা নির্বিশেষে সবাই চায় অল্প বয়সে অর্থ সঞ্চয় করে ভবিষ্যতে বহু অর্থের অধিকারী হতে। আজকে আমরা পোস্ট অফিসের এমনই একটি স্কিম (India Post Scheme) নিয়ে আলোচনা করব যেটি কেবল মহিলাদের জন্যই কেন্দ্র সরকার চালু করেছে। এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।India Post Scheme
‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ নামে এই স্কিমটিকে কেবলমাত্র মহিলাদের মধ্যে অর্থ বিনিয়োগের আগ্রহ বাড়াতে কেন্দ্রীয় সরকার প্রচলন করেছে। মহিলারা এই স্কিমে ২০২৫ সাল পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
এই অ্যাকাউন্ট খোলার শর্ত
১) এই অ্যাকাউন্ট কেবলমাত্র মহিলাদের নামেই খোলা যেতে পারে।
২) মহিলাটিকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) পিতা মাতারা তাদের নাবালিকা কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন।
সুদের পরিমাণ- মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে যারা বিনিয়োগ করবেন তারা সম্পূর্ণ ট্যাক্সের ছাড় পাবেন। আয়কর আইনের ধারা ৮০ সি সি এর অধীনে এটি সম্পূর্ণ করমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। তবে এই স্কিমের মাধ্যমে যে সুদ পাওয়া যাবে সেই অর্জিত সুদের উপর কর দিতে হবে। বর্তমান সময়ে এই স্কিমে ৭.৫ % হারে সুদ পাওয়া যায়। এই স্কিমের মেয়াদ পূর্ণ হলে সুদ আসল টাকা সমেত বিনিয়োগকারী পেয়ে থাকে।
২ বছরের আয়ের হিসাব- যদি কোনো ব্যক্তি দুই বছরের জন্য এই মহিলা সম্মান সেভিংস স্কিম সার্টিফিকেটের দু লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে তিনি ম্যাচিউরিটির সময় ২.৩২ লক্ষ টাকা হাতে পাবেন। এই স্কিম কিছুটা ফিক্স ডিপোজিট স্কীম এর মতই কাজ করে।
নিয়মাবলী– এই স্কিমের অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তবে জরুরী পরিস্থিতির ক্ষেত্রেও এই সুবিধা রয়েছে তবে এর জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে।
বিনিয়োগের পরিমাণ– কেবলমাত্র হাজার টাকার বিনিয়োগ করলেই এই স্কিম শুরু করা যায়। বিনিয়োগ করতে হয় ১০০ টাকার গুণিতককের হিসাবে। এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ হলো দুই লক্ষ টাকা। যদি কোনো ব্যক্তি দুটি অ্যাকাউন্ট খুলতে চান তবে দুটি অ্যাকাউন্ট খোলার মধ্যে তিন মাসের ব্যবধান থাকা বাঞ্ছনীয়। বিনিয়োগ করার এক বছর পর প্রয়োজন হলে ৪০ শতাংশ টাকা তোলা যেতে পারে।India Post Scheme
SSC-র মাধ্যমে প্রায় 18 হাজার কর্মী নিয়োগের আবেদন শুরু, এক্ষুনি আবেদন করুন
এই অ্যাকাউন্ট খুলতে হলে গ্রাহককে তার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপের সঙ্গে কেওয়াইসি অর্থাৎ নিজের আধার কার্ড প্যান কার্ডের কপি দিতে হবে।