দারুণ সুসংবাদ! 3 লক্ষ নিমিষেই 6 লক্ষ! পোস্ট অফিসের দারুণ স্কিম ঝড় তুলছে – India Post Scheme

Published by
Mr Jobre

এবার ভারতীয় জনগণের জন্য দারুন সুখবর। কেননা ভারত সরকার ভারতীয় জনগণের জন্য এমন একটি স্কিম নিয়ে এসেছে যেখানে টাকা জমালে একটি সময় পর্যন্ত আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। যদিও শুনতে অবাক লাগে তবে এটি সত্যি। ভারত সরকারের এই স্কিমের মাধ্যমে আপনি যত টাকা জমা রাখবেন তার নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিগুন টাকা পাবেন। আসুন তাহলে এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক তার জন্য শেষ পর্যন্ত পড়ুন। India Post Scheme

সাধারণত ভারত সরকার ভারতবাসীর জন্য বিভিন্ন ধরনের স্কিম নিয়ে এসেছে কিন্তু এই স্কিমটি একটি অন্য রকমের। কেননা ভারত সরকারের অধীনে ঝুকিহীন ভাবে এই স্কিমে আপনি টাকা রাখতে পারবেন এবং নিমিষেই আপনার টাকা ডবল করতে পারবেন। এই সিমে টাকা রাখা অন্যান্য স্কিমের থেকে অনেকটাই নিরাপদ। কেননা এটি সম্পূর্ণ সরকারী একটি স্কিম যার মাধ্যমে আপনি টাকা বিনা ঝুঁকিতে রাখতে পারবেন। তাহলে আসুন এই স্ক্রিন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।India Post Scheme

 

ভারতীয়দের জন্য এই স্কিম এর সুবিধা দেওয়া হবে ভারতীয় পোস্ট অফিস এর মাধ্যমে (India Post Scheme) । ভারত সরকারের এই স্কিম এর মাধ্যমে আপনি সম্পূর্ণ নিরাপদে টাকা রাখতে পারবেন এবং সেই টাকার ডাবলও করতে পারবেন। পোস্ট অফিসের এই স্কিমের নাম হলো পোস্ট অফিস কিষান বিকাশ পত্র ( India Post KV Scheme) । এই স্কিম এর মাধ্যমে আপনার বিনিয়োগের টাকা মেয়াদ পূর্ণ হলে পাবেন দ্বিগুণ। এক নজরে জেনে নেওয়া যাক এই প্রকল্প সম্পর্কে খুঁটিনাটি –

 

কিষান বিকাশ পত্র এই স্কিমের সুবিধা বর্তমানে ভারতীয় পোস্ট অফিস কিংবা বড় বড় ব্যাংকে দেওয়া হয়ে থাকে। এই স্কিমের ম্যাচুউরিটির সময়কাল হিসেবে বর্তমানে ১২৪ মাস রয়েছে। যদিও এই স্কিম প্রাথমিকভাবে কৃষকদের জন্য আনা হয়েছিল কিন্তু বর্তমানে সকলেই এই স্কিমের সুবিধা নিতে পারেন। এই স্কিম এর মাধ্যমে সর্বনিম্ন বিনিয়োগ করা যাবে ১০০০ টাকা এবং সর্বাধিক বিনিয়োগের কোন সীমা নির্ধারণ করা নেই। India Post Scheme

 

ভারত সরকারের এই স্কিমে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ প্রাপ্তবয়স্ক আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে এককভাবে কিংবা যৌথভাবে মোট তিনজন প্রাপ্তবয়স্ক অথবা দশ বছরের নাবালক হলেও এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে ন্যূনতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু হয় এবং সর্বাধিক কোন সীমা নেই। যদি আপনি ৩ লক্ষ টাকা জমা করেন তাহলে সময় পূর্ণ হলে ৬ লক্ষ টাকা পাবেন। India Post Scheme

 

এই স্কিমের একাউন্ট খুলতে গেলে সর্বপ্রথম ভারতীয় পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। যে প্রাপ্তবয়স্ক কিংবা যারা যৌথভাবে আবেদন করবেন, তারা তাদের সমস্ত রকমের জরুরি ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি কিংবা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ও অন্যান্য সমস্ত জরুরি ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। এক্ষেত্রে ১০ বছর বয়সীদের জন্য অভিভাবকরা তাদের একাউন্ট খুলতে পারেন। India Post Scheme

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.

Share
Published by
Mr Jobre

This website uses cookies.