বর্তমানে পোস্ট অফিসের একের পর এক স্কিম দেশ কাঁপাচ্ছে। কেননা গত কয়েকদিন আগে এমন কয়েকটি স্কিম সম্পর্কে বলেছি যার জন্য আপনাদের কাছ থেকে খুব ভালো সাড়া পাওয়া গেছে। এবার ভারতীয় পোস্ট অফিস আসা হয়েছে যার মাধ্যমে মাত্র 333 টাকা জমা করলে পেয়ে যাবেন 17 লাখ টাকা। শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি! ভারতীয় পোস্ট অফিস কর্তৃক দারুণ সুযোগ দিচ্ছে দেশবাসীকে। চলুন তাহলে ভারতীয় পোস্ট অফিসের সংশ্লিষ্ট স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। India Post Scheme 2024
বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক স্থানে টাকা সঞ্চয় করে রাখা। কেননা এর আগে আমরা অনেকে দেখেছি যেখান থেকে টাকা বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, নিজের আসল টুকুও তুলতে পারেনা গ্রাহকেরা। তাই আমাদের দেশের সবথেকে নির্ভরযোগ্য সংস্থা অর্থাৎ ভারত সরকারের পোস্ট অফিস কর্তৃক দেওয়া হচ্ছে দারুন সুযোগ। যেখানে আপনারা ঝুঁকিহীনভাবে নিজের অর্থ সঞ্চয় করে রাখতে পারেন। আর শুধু তাই নয়, এবার এমন সুযোগ দেওয়া হচ্ছে যেখানেই নিমিষেই আপনার টাকা হয়ে যাচ্ছে বহুগুণ। India Post Scheme 2024
ভারতীয় পোস্ট অফিস বর্তমানে দেশের সর্ববৃহৎ সংস্থা যেখানে মানুষ নির্ভর যোগ্য হিসাবে নির্বাচন করেছেন। বর্তমানে অন্যান্য বিভিন্ন বেসরকারি সংস্থার মতো ভারতীয় পোস্ট অফিস কর্তৃক বহু ধরনের অভিনব স্কিম নিয়ে আসা হয়েছে। এমন এক স্কিম নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে আপনি স্বল্প টাকা করে জমালে এককালীন পেয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা। তাও আবার ভারত সরকারের এক নির্ভরযোগ্য সংস্থায়। অবসর সময়ে এই স্কিমের সুবিধা নিয়ে বিরাট উপকারিতা লাভ করতে পারেন আপনিও। India Post Scheme 2024
ভারতীয় পোস্ট অফিসের এই স্কিমের নাম হল রেকারিং ডিপোজিট স্কিম। যেখানে আপনি 333 টাকা করে জমালে এককালীন পেয়ে যেতে পারেন 17 লক্ষ টাকা। নূন্যতম 100 টাকা বিনিয়োগ করে রিপারিং ডিপোজিট স্কিম এর অধীনে আপনার নাম নথিভুক্ত করতে পারেন। এই স্কিনে বিনিয়োগের পরিমাণের উপর ভিত্তি করে আপনাকে রিটার্ন দেওয়া হবে। সব থেকে বড় কথা হল এই স্কিমে অধীনে সরল সুদ না অর্থাৎ বর্তমানে দেওয়া হচ্ছে চক্রবৃদ্ধি হারে রিটার্ন তাওবার 6.7 শতাংশ হারে। India Post Scheme 2024
এই স্কিমের মাধ্যমে আপনাকে প্রতিমাসে ন্যূনতম 100 টাকা থেকে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হবে। তবে এই স্কিমের মধ্যে মেয়ে আপনি যে বিনিয়োগ করবেন তা প্রতি মাসেই সময় মত করতে হবে। যদি কেউ কোন মাসে এই বিনিয়োগ না করে থাকে তাহলে তাকে 1% হিসেবে জরিমানা করা হবে। এইভাবে পরপর চারবার বিনিয়োগ না করলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এই স্কিমের মেয়াদ পূর্তির সময়কাল পাঁচ বছর। India Post Scheme 2024
আরও পড়ুন
- নগদে টাকা দিচ্ছে রাজ্য সরকার, মমতা সরকারের এই প্রকল্প ঝড় তুলেছে – WB Govt Scheme 2024
- ঘরে বসে মাসে মাসে মিলবে 20 হাজার টাকা, পোস্ট অফিস দিচ্ছে দারুণ সুযোগ -India Post Scheme
এবারে সবথেকে বড় প্রশ্ন হলো কিভাবে এই 17 লক্ষ টাকা জমানো যাবে বা কিভাবে রিটার্ন পাওয়া যাবে? এককালীন 17 লক্ষ টাকা পেতে গেলে পোস্ট অফিসের এই স্কিমের নিয়মিত অর্থাৎ দৈনিক নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে যদি আপনি দৈনিক 333 টাকা জমা করেন তাহলে মাসে বিনিয়োগ হবে 10 হাজার টাকা এবং বছরে প্রায় 1 লক্ষ 20 হাজার টাকা, এভাবে মোট 5 বছরে প্রায় 6 লক্ষ টাকা বিনিয়োগ হবে। 6.7 শতাংশ হারে চক্র চক্রবৃদ্ধির সুর দিলে 6 লক্ষ টাকার সুদ দাঁড়াবে প্রায় 1 লক্ষ 14 হাজার টাকা। কিন্তু যদি 10 বছরের জন্য বিনিয়োগ করা হয় তাহলে আপনার বিনিয়োগের পরিমাণ হবে 12 লক্ষ এবং চক্রবৃদ্ধি সুদ দাড়াবে প্রায় 5 লক্ষ। শেষে এই ভাবে প্রায় 17 লক্ষ টাকা রিটার্ন পাবেন।India Post Scheme 2024