বর্তমানকালে দ্রব্য মূল্য বৃদ্ধির হার দ্রুত বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে ততই জিনিসপত্রের দাম বাড়ছে। সংসার চালানোর খরচ যোগাতে গিয়ে কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্ত মানুষের। মানুষের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলেও বাড়েনি আয়। আর এর পাশাপাশি সন্তান এবং পরিবার-পরিজনের চিকিৎসার খরচ রয়েছে। এই সমস্ত কারণে বহু মানুষই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় তেমন একটা করে উঠতে পারেন না তবে অর্থ জমানোর বিষয়ে আজকে পোস্ট অফিসের একটি স্কিম ( India Post Office Scheme) নিয়ে আলোচনা করব যার মাধ্যমে অল্প অল্প টাকা জমিয়ে মোটা টাকার রিটার্ন পাওয়া যেতে পারে। এবার এমন এক স্কিম নিয়ে উপস্থিত হয়েছি যেখানে প্রায় ১১০০ টাকা করে জমালে এককালীন ১৩ লক্ষ টাকা পেতে পারেন। India Post Office Scheme
ভারতীয় পোস্ট অফিসের নতুন স্কিম (India post office New Scheme )
পোস্ট অফিসে এমন একটি প্রকল্প চালু করেছে যেখানে মানুষ সামান্য কিছু টাকা জমিয়ে মোটা টাকা রিটার্ন পাবেন। সমাজের বিভিন্ন ধরনের মানুষের কথা চিন্তা করে একাধিক স্কিম এনেছে পোস্ট অফিস। তাদের বিভিন্ন স্কিমগুলির পাশাপাশি রয়েছে ইন্সিওরেন্স পলিসি। এই ইন্সিওরেন্স এর মাধ্যমে আপনি যদি অর্থ বিনিয়োগ করেন তাহলে মোটা টাকা রিটার্ন পাবেন। পোস্ট অফিসের একটি স্কিমের নাম হল পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম (Post office Gram Santosh Scheme)। গ্রামীণ ডাক জীবন বীমা Rural Postal Life Insurance) বা RPLI হল একটি জনপ্রিয় জীবন বীমা প্ল্যান। যে সকল মানুষেরা সরকারি চাকরি করেন না তাদের লাইফ কভারেজ পেতে সাহায্য করে এই প্ল্যানটি। India Post Office Scheme
মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই প্ল্যানটি করার জন্য গ্রাহকের ন্যূনতম বয়স ১৯ বছর হতে হবে। অপরদিকে সর্বোচ্চ বয়স হলো ৫৫ বছর। এই বিমার মাধ্যমে মিনিমাম ১০ হাজার এবং ম্যাক্সিমাম ১০ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার পাওয়া যায়। গ্রাহকের মৃত্যু হলে এই বিমার টাকা পাবে নমিনি করা ব্যক্তিটি। এছাড়াও এই প্ল্যান থেকে লোন নেওয়ার সুবিধা রয়েছে। এই প্ল্যানটির বয়স ৩ বছর হলেই তার পর থেকে লোন নেওয়া যেতে পারে। India Post Office Scheme
নিমিষেই টাকা দ্বিগুণ, পোস্ট অফিসের এই স্কিমের এখনই সুবিধা নিন – India Post Office Scheme
একটি উদাহরণের সাহায্যে এই বীমার হিসাবটি দেখে নেওয়া যাক–
ধরা যাক কোনো ব্যক্তি এই বীমার মাধ্যমে ৫ লক্ষ টাকা কভারেজ চাইছেন। ওই ব্যক্তির বয়স ২৫ বছর। ৫ লক্ষ টাকা কভারেজ চাইলে ওই ব্যক্তিকে প্রতি মাসে ১,১২৬ টাকা (৪.৮% GST সহ) প্রিমিয়াম জমা দিতে হবে। ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত অর্থাৎ ৩৫ বছর প্রতি মাসে ১,১২৬ টাকা করে মোট জমার পরিমাণ হয় ৫ লক্ষ টাকা। তারপর সেই বীমা ম্যাচিওর করলে মোট ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পাওয়া যাবে।
Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.