মাসিক বেতন 19,900! পোস্ট অফিসে গ্রুপ সি পদে চাকরির সুযোগ, এখনই আবেদন করে ফেলুন -India Post Job Recruitment

চাকরি প্রার্থীদের জন্য দারুন সুসংবাদ। ভারতীয় ডাক বিভাগ কর্তৃক ফের একবার গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বেকার ছেলেমেয়েরা যোগ্য হলেই আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা পোস্ট অফিসের বর্তমান নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা শেষ পর্যন্ত করবেন। নিচে ধাপে ধাপে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। India Post Job Recruitment

India post job recruitment

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে : যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে একটি আবেদনপত্র জমা করতে হবে। সেই আবেদন পত্রটি পোস্ট অফিসের সংশ্লিষ্ট অফিসিয়াল নোটিসের সঙ্গে দেওয়া রয়েছে। আবেদন পত্রটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে তার সঙ্গে জরুরী সংস্থা ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট একটি খামের ভিতর অফলাইন মাধ্যমে অর্থাৎ স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে হবে। মনে রাখতে হবে আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং যথাযথ যোগ্যতার ডকুমেন্টস তার সাথে দিতে হবে। India Post Job Recruitment



জরুরি ডকুমেন্টস সমূহ :আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে –

1. প্রার্থীর বয়সের প্রমাণপত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস

3. পাসপোর্ট সাইজের ছবি

4. আধার কিংবা ভোটার কার্ড

5. টেকনিক্যাল যোগ্যতা

6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

7. ড্রাইভিং লাইসেন্স

8. অন্যান্য জরুরি ডকুমেন্টস

আবেদন মূল্য ও পরীক্ষার মুল্য : ভারতীয় ডাক বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবেন তাদের আবেদন মূল্য হিসেবে অফলাইনে 100 টাকা জমা করতে হবে। এই আবেদন মূল্য এসসি,এসটি এবং মহিলাদের জমা করতে হবে না। পরবর্তীতে যারা এলিজিবল হবে তাদের জন্য পরীক্ষার ফী হিসাবে আরো ৪০০ টাকা মূল্য জমা করতে হবে। এক্ষেত্রেও এসসি, এসটি এবং মহিলাদের মূল্য জমা করতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত চাকরিপ্রার্থীরাযোগ্য হবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কম্পিটিটিভ ট্রেড টেস্ট এর মাধ্যমে। পরবর্তীতে পরীক্ষার যাবতীয় আপডেট জানিয়ে দেওয়া হবে। India Post Job Recruitment



India Post Job Recruitment Notification Download

পদের নাম : বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় এক্ষেত্রে গ্রুপ সি লেভেলের নন গেজেটেড বিভিন্ন ট্রেডে স্কিল আর্টিশিয়ান নিয়োগ করা হবে। Group C Non Gazetted Skilled Artisans Job Recruitment

মাসিক বেতন 19,900! পোস্ট অফিসে গ্রুপ সি পদে চাকরির সুযোগ, এখনই আবেদন করে ফেলুন -India Post Job Recruitment

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে. এছাড়া সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের পে লেবেল ২ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে 19,900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস করতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেনে সার্টিফিকেট থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা সহ ভেলিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

মাসিক বেতন 19,900! পোস্ট অফিসে গ্রুপ সি পদে চাকরির সুযোগ, এখনই আবেদন করে ফেলুন -India Post Job Recruitment

India Post Job Recruitment Notification Download

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"