ডাক বিভাগে 20,000 শূন্যপদে গ্রামীন ডাক সেবক কর্মী নিয়োগ, বিস্তারিত জেনেনিন – India Post Job Recruitment

Published by
Mr Jobre

ভারতীয় ডাক বিভাগের সর্ববৃহৎ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ গ্রামীন ডাক সেবক নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ।পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো প্রান্ত থেকে বেকার যুবক-যুবতীরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই আবেদন জানাতে পারবেন। ডাকবিভাগ কর্তৃক দীর্ঘ অপেক্ষার পর ফের বিপুল শূন্যপদে গ্রামীণ ডাক সেবক কর্মী নিয়োগ করতে চলেছে।  যে সমস্ত চাকরিপ্রার্থীরা আগ্রহী এবং যোগ্য তারা অবশ্যই শেষ পর্যন্ত আগে বিস্তারিত করবেন। নিচে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। India Post Job Recruitment

পদের নাম সমূহ : এক্ষেত্রে গ্রামীণ ডাক সেবক হিসেবে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হয় –

1. Branch Postmaster

2. Assistant Branch Postmaster

3. Dak Sevak

 

মোট শূন্যপদ : ভারতীয় ডাক বিভাগ কর্তৃক মোট প্রায় 20,000 শূন্যপদে নিয়োগ করা হবে ( শূন্যপদ Expected)।

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরিপ্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। পাশাপাশি কমপক্ষে তিন মাসের কম্পিউটার নলেজ সার্টিফিকেট থাকতে হবে।

 

বয়সসীমা : যে সমস্ত চাকরি প্রার্থীরা গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।

 

মাসিক বেতন : উপরোক্ত পদগুলিতে নিযুক্ত হলে মাসিক বেতন পদ অনুযায়ী আলাদা আলাদা ভাবে। ন্যূনতম 12,000 থেকে সর্বাধিক 29,000 টাকা দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

1.সর্বপ্রথম ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং তারপরেই রেজিস্ট্রেশন করে নিতে হবে

2. এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্মটি ফিলাপ করতে হবে

3. আবেদন চলাকালীন বেশ কিছু জরুরি ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে

4. এরপর আবেদন মূল্য অনলাইন মাধ্যমে জমা করতে হবে

5. সবশেষে ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদন মূল্য : অনলাইনে আবেদন করতে প্রার্থীরা অনলাইন ও অফলাইন উভয়ের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন। সাধারণ ওবিসিদের জন্য এক্ষেত্রে 100 টাকা আবেদন ফি জমা করতে হবে এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য কোন রকম আবেদন ফি জমা করতে হবে না।

 

বাছাই প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন তাদের এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। এক্ষেত্রে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিযুক্ত করা হয়ে থাকে।

আরও পড়ুন 

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, এবং সংশ্লিষ্ট আবেদন চালু হলে তবেই আবেদন করবেন। সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

 

 Source : https://www.karmasandhan.com/india-post-gds-recruitment-2024-notification-check-eligibility-selection-and-application-process-now/

 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
x
Mr Jobre

Share
Published by
Mr Jobre

Recent Posts

This website uses cookies.