CENTRAL JOB

মাধ্যমিক পাশে 22 হাজার কর্মী নিয়োগ পোস্ট অফিসে, এখনই আবেদন করে ফেলুন – India Post Job Recruitment 2025

Published by
Team JR

India Post Job Recruitment 2025 :ভারতীয় ডাক বিভাগে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।প্রায় 22 হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। মহিলা ও পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। ভারতীয় ডাক বিভাগ কর্তৃক ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন চাওয়া হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য অবশেষে দারুণ সুযোগ। দেরি না করে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। India Post Job Recruitment 2025

কী কী পদে নিয়োগ করা হবে :

তিন ধরনের পদে নিয়োগ করা হবে –

  • Branch Postmaster
  • Assistant Branch Postmaster
  • Gramin Dak Sevak

 

শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। এছাড়াও স্থায়ী ভাষার জ্ঞান ও কম্পিউটার নলেজ থাকতে হবে। 

 

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন শুরু হবে ১০ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ ২৯ হাজার টাকা পেতে পারেন। 

 

আবেদন পদ্ধতি :

পোস্ট অফিসের এই নিয়োগের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। 

  • অনলাইন আবেদন করতে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • এরপর রেজিষ্ট্রেশন করতে হবে।
  • রেজিষ্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ করতে হবে
  • এরপর জরুরি আপলোড ও ছবি ও সিগনেচার আপলোড করতে হবে
  • এরপর আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদন মূল্য : সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য আবেদন মূল্য লাগবে না।

 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করতে হবে এবং পরবর্তীতে সরাসরি ডকুমেন্টস ভ্যারিফিকেশন করে নিয়োগ করা হবে। 

 

আবেদন করার তারিখ : ১০-০২-২০২৫ তারিখ থেকে ০৩-০৩-২০২৫ তারিখ অবধি আবেদন করতে পারবেন। 

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন –

Official Notification : Download 

Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

Recent Posts

This website uses cookies.