দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো৷ দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় ডাক বিভাগের অধীনে এই সমস্ত কর্মীদের নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে প্রায় ৪৪ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে। সারাদেশ সহ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। ছেলে মেয়ে সকলে আবেদনের যোগ্য হবেন। নূন্যতম মাধ্যমিক যোগ্যতা থাকলে এই শূন্য পদগুলিতে আবেদন জানানো যাবে। আসুন তাহলে পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। India Post GDS Recruitment 2024

India Post GDS Recruitment

পদের নাম : এক্ষেত্রে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে।

1. ব্রাঞ্চ পোস্ট মাস্টার

2. অ্যাসিস্টেন্ট পোস্ট মাস্টার

3. ডাক সেবক

মোট শূন্যপদ : পোস্ট অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ৪৪ হাজার ২২৮ জন কর্মী নিয়োগ করা হবে। India Post GDS Job Recruitment

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত চাকরি প্রার্থীরা পোস্ট অফিসের GDS নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক হবে তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশম পাশ বা তার সমতুল্য।

বয়সসীমা : আবেদনকারীদের অবশ্যই বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। এছাড়াও OBC, ST, ST ও PWD দের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমার ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য ১২ হাজার থেকে ২৯ হাজার ৩৮০ টাকা এবং সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১০ হাজার থেকে ২৪ হাজার ৪৭০ টাকা।

আবেদন প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থীরা India Post GDS নিয়োগের আবেদন করবে তাদের অনলাইন মাধ্যমে ফর্ম জমা করতে হবে।

1. অনলাইন আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে

2. অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে

3. এরপর সর্বপ্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

4. তারপর জরুরি সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে

5. সব তথ্য ঠিকঠাক ভাবে পূরণ করে তারপর নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে।

6. এরপর আবেদন ফী জমা করতে হবে

7. সবশেষে ভালোভাবে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে

আবেদন মূল্য : যে সমস্ত চাকরি প্রার্থীরা অনলাইনে ফর্ম পূরণ করবেন তাদের মধ্যে সাধারণ ও ওবিসিদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে এবং SC,ST,OBC ও মহিলাদের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না।

বাছাই প্রক্রিয়া : যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানানেন তাদের নিয়োগ করা হবে মূলত কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। এক্ষেত্রে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে। India Post GDS Recruitment

অনলাইন আবেদন করার তারিখ : অনলাইনে আবেদন করতে পারবেন ১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত। ভূল সংশোধন করতে পারবেন ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত।

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড

শূন্যপদ সংক্রান্ত নোটিশ : ডাউনলোড

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now