10 হাজার কর্মী নিয়োগ দেশের বিভিন্ন ব্যাংকে, রইল বিস্তারিত -IBPS Bank Job Recruitment

এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাংকিং কর্মী নিয়োগকারী সংস্থা। ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি ও প্রকাশ করেছে এবং আবেদন গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে। রাজ্য তথা দেশের যে কোন প্রান্ত থেকে যোগ্যতার নিরিখে বেকার যুবক যুবতীরা সকলে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় 10 হাজার সৈন্য পদে দেশজুড়ে বিপুল কর্মী নিয়োগ করা হচ্ছে। আসুন তাহলে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে নীচে আরো বিস্তারিত ভাবে আলোচনা করা যাক। IBPS Bank Job Recruitment

Ibps Bank job recruitment

মোট শূন্যপদ : 9995 টি শূন্য পদে নিয়োগ করা হবে।

 

পদের নাম ও তার সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো –

1.অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) – 5585 টি শূন্যপদ রয়েছে।

2.অসিসার স্কেল 1 ( অ্যাসিস্টেন্ট ম্যানেজার)- 3499 টি শূন্যপদ

3. অসিসার স্কেল 2 ( General Banking Officer) – 496 টি শূন্যপদ

4. অসিসার স্কেল 2 ( স্পেশালিষ্ট)  – 286 টি শূন্যপদ

5. অসিসার স্কেল 3 (সিনিয়র ম্যানেজার)  -129 টি শূন্যপদ

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও কিছু কিছু পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে।

 

বয়সসীমা : আবেদন করতে গেলে নূন্যতম বয়স 21 থাকতে হবে এবং সর্বাধিক বয়স আলাদা আলাদা হবে। কোনো কোনো পদের ক্ষেত্রে 28 আবার কিছু পদের জন্য 30 এবং সিনিয়র ম্যানেজার পদের জন্য 40 বছর সর্বাধিক বয়স থাকতে হবে।

 

আবেদন মূল্য : এক্ষেত্রে সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী হিসেবে 850 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য 175 টাকা আবেদন ফী জমা করতে হবে। অনলাইন ক্রেডিট বা ডেবিট বা নেট ব্যাংকিং এর মাধ্যমে।

 

আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা প্রথমে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিবেন এরপর অনলাইনে আবেদন করবেন –

1. অনলাইনে আবেদন করতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে

2. এরপর অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে

3. জরুরি সমস্ত তথ্য ভালোভাবে পূরণ করতে হবে

4. এরপর জরুরি নথিপত্র বা পাসপোর্ট সাইজের ছবি নির্দেশ মতো আপলোড করতে হবে

5. সবশেষে আবেদন ফী জমা করে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে

 

অনলাইন আবেদন করার শেষ তারিখ : এক্ষেত্রে 27 জুন পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন।

 

এই প্রতিবেদনে শুধু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়েছে, বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন –

Official Notification Download

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"