হেল্থ স্কিমে ক্লার্ক, MTS ও DEO সহ অন্যান্য পদে সুবিশাল নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত – Health Scheme Various Post Recruitment

Health Scheme Various Post Recruitment : হেল্থ স্কিমে ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে ২৬৬টি। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাই আগ্রহ চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

health scheme various post recruitment

পদের নাম সমূহ : Health Scheme Various Post Recruitment 

  1. • চিকিৎসা বিশেষজ্ঞ পদ।
  2. • স্ত্রীরোগ বিশেষজ্ঞ পদ।
  3. • OIC ECHS পলিক্লিনিক পদ।
  4. • মেডিকেল অফিসার পদ।
  5. • ডেন্টাল অফিসার পদ।
  6. • ফিজিওথেরাপিস্ট পদ।
  7. • ল্যাব টেকনিশিয়ান পদ।
  8. • ল্যাব সহকারী পদ।
  9. • ফার্মাসিস্ট পদ।
  10. • নার্স সহকারী পদ।
  11. • ডেন্টাল হাইজিনিস্ট / সহকারী পদ।
  12. • চালক পদ।
  13. • মহিলা পরিচর্যা পদ।
  14. • আইটি নেটওয়ার্ক টেকনিশিয়ান পদ।
  15. • এন্ট্রি অপারেটর পদ।
  16. • ক্লার্ক পদ।
  17. • ভিজিল্যান্স অপারেটর পদ।
  18. • হাউস কিপার পদ।
  19. • MTS পদ।

মোট শূন্য পদের সংখ্যা:

চিকিৎসা বিশেষজ্ঞ পদে মোট শূন্য পদের সংখ্যা ১৩টি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ পদে মোট শূন্য পদের সংখ্যা ০৩টি, OIC ECHS পলিক্লিনিক পদে মোট শূন্য পদের সংখ্যা ০৪ টি, মেডিকেল অফিসার পদে শূন্য পদের সংখ্যা ৪৬ টি, ডেন্টাল অফিসার পদে শূন্য পদের সংখ্যা ১৪ টি, ফিজিওথেরাপিস্ট পদে শূন্য পদের সংখ্যা ০৪টি, ল্যাব টেকনিশিয়ান পদে মোট শূন্য পদের সংখ্যা ০৭টি, ল্যাব সহকারী পদে শূন্য পদের সংখ্যা ০৯টি, ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে ১৫টি, নার্স সহকারী পদে শূন্য পদের সংখ্যা ১৩টি, ডেন্টাল হাইজিনিস্ট / সহকারী পদে মোট শূন্য পদের সংখ্যা ১৫টি, চালক পদে শূন্য পদের সংখ্যা ০৭টি, মহিলা পরিচর্যা পদে মোট শূন্য পদের সংখ্যা ০৪টি, আইটি নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে শূন্য পদের সংখ্যা ০৬টি, ডেটা এন্ট্রি অপারেটর পদে শূন্য পদের সংখ্যা ১৮ টি, ক্লার্ক পদে মোট শূন্য পদের সংখ্যা ৬১টি, ভিজিল্যান্স অপারেটর শূন্য পদের সংখ্যা ১০ টি, হাউস কিপার পদে শূন্য পদের সংখ্যা ০৮টি, MTS শূন্য পদের সংখ্যা ০৯ টি।

বয়স সীমা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। আবেদনের বয়সসীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৮ বছর ধরা হয়েছে। একাধিক পদের ক্ষেত্রে বয়সসীমা কম বেশি হতে পারে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

পঞ্চায়েত রাজ বিভাগে 1583 জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, HS পাশে আবেদন করুন, রইল বিস্তারিত – Panchayet Department Job Recruitment

শিক্ষাগত যোগ্যতা:

  • চিকিৎসা বিশেষজ্ঞের পদের জন্য আবেদনকারী কে জেনারেল মেডিসিনে এমডি/ডিএনবি সম্পূর্ণ করতে হবে।
  • গাইনোকোলজিস্টের জন্য আবেদনকারী কে M.D/M.S/ ডিপ্লোমা ইন অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি OIC ECHS সম্পূর্ণ করতে হবে।
  • পলিক্লিনিকের জন্য আবেদনকারী চাকরি প্রার্থীকে অবসরপ্রাপ্ত সার্ভিস অফিসার (স্নাতক) হতে হবে।
  • মেডিকেল অফিসারের জন্য আবেদনকারীকে এমবিবিএস ডেন্টাল সম্পূর্ণ করতে হবে।
  • অফিসারের জন্য আবেদনকারী চাকরি‌প্রার্থীদের বিডিএস সম্পূর্ণ করতে হবে।
  • ফিজিওথেরাপিস্টের জন্য আবেদনকারী চাকরি প্রার্থীদের ডিপ্লোমা / ক্লাস-১ ফিজিওথেরাপিস্ট কোর্স সম্পূর্ণ করতে হবে।
  • ল্যাব টেকনিশিয়ানের জন্য আবেদনকারীকে বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি সম্পূর্ণ করতে হবে।
  • ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য DMLT/ Class-I ল্যাবরেটরি কোর্স সম্পূর্ণ করতে হবে।
  • ফার্মাসিস্টের জন্য ফার্মাসিতে ডিগ্রি / ডিপ্লোমা (B.Pharma / D.Pharma) সম্পূর্ণ করতে হবে।
  • নার্স সহকারীর জন্য ডিপ্লোমা ইন জিএনএম / ক্লাস-১ সশস্ত্র বাহিনী কোর্স সম্পূর্ণ করতে হবে।
  • ডেন্টাল হাইজিনিস্ট / সহকারীর জন্য আবেদনকারীকে ডেন্টাল হাইজিনে ডিপ্লোমা / ক্লাস-১ সশস্ত্র বাহিনী কোর্স সম্পূর্ণ করতে হবে।
  • ড্রাইভারের জন্য আবেদনকারীকে সিভিল ড্রাইভিং লাইসেন্স সহ মধ্য (08 তম) পাস করে থাকতে হবে।
  • মহিলা পরিচর্যার জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষিত আইটি সম্পূর্ণ করতে হবে।
  • নেটওয়ার্ক টেকনিশিয়ানের জন্য আবেদনকারী কে আইটি নেটওয়ার্কিং-এ ডিপ্লোমা/ সার্টিফিকেট সম্পন্ন করতে হবে।
  • ডেটা এন্ট্রি অপারেটরের জন্য (DEO) স্নাতক + কম্পিউটার অ্যাপ্লিকেশন দক্ষতা থাকতে হবে।
  • কেরানির পদে আবেদনের জন্য স্নাতক / শ্রেণী – I করণিক বাণিজ্য (সশস্ত্র বাহিনী) সম্পন্ন করতে হবে।
  • ভিজিল্যান্স অপারেটরের জন্য মধ্য (08 তম) পাস, 5 বছরের অভিজ্ঞতা, সশস্ত্র বাহিনীর ব্যক্তিগত জন্য জিডি ট্রেড সম্পূর্ণ করতে হবে।
  • এমটিএসের জন্য আবেদনকারীকে মধ্য (08 তম) পাস, 5 বছরের অভিজ্ঞতা, সশস্ত্র বাহিনীর ব্যক্তিগত জন্য জিডি ট্রেড থাকতে হবে।
  • হাউস কিপারের জন্য আবেদনকারীকে শিক্ষিত, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

টাটা স্টিলে প্রচুর পদে চাকরির সুযোগ, দেখুন যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত – TATA Steel Various Post Recruitment

আবেদন পদ্ধতি:

অফলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড করার পর সেখানে উল্লেখিত তথ্যগুলো পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে।

আবেদন শেষ তারিখ:

আবেদনের শেষ তারিখ ২২ জানুয়ারি ২০২৫ , তাই আগ্রহ চাকরি প্রার্থীরা যথা সময় আবেদনপত্র ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

Official Notification Download 
Application FormDownload 
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you