চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের 23 জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মহিলা ও পুরুষ উভয়ে আবেদন জানাতে পারবেন। গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বন দফতরের অধীনে। আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীরা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, যোগ্যতা ও বয়স সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Group C Job Recruitment
পদের নাম :
1. সেকশন অফিসার
2. অ্যাসিস্টেন্ট
3. আপার ডিভিশন ক্লার্ক
মাসিক বেতন : মাসিক বেতন হিসেবে তিন পদের জন্য আলাদা আলাদা ধার্য করা হয়েছে। নূন্যতম মাসিক বেতন দেওয়া হবে 25,500 টাকা এবং সর্বাধিক মাসিক বেতন দেওয়া হবে 44,000 টাকা।
বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স থাকতে হবে সর্বাধিক 56 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু স্নাতক পাশ করতে হবে।
আবেদন পদ্ধতি : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন করতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে এবং তারপর আবেদন পত্র প্রিন্ট আউট বের করতে হবে। সবশেষে আবেদন পত্র টি ভালো ভাবে পূরণ করতে হবে এবং জরুরি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরে জমা করতে হবে।
জরুরি ডকুমেন্টস সমূহ : বেশ কয়েকটি জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে –
1. মাধ্যমিক এডমিট বা তার বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. জাতিগত সংশয় পত্র
4. পাসপোর্ট সাইজের ছবি
5. আধার বা ভোটার কার্ড
6. অন্যান্য
আবেদন করার শেষ তারিখ : অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন 15 জুন পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
আবেদন পত্র জমা করার শেষ তারিখ : The Dy. Director General of Forests (Central), Regional Office, Bhopal, Ministry of Envrionment, Forest & Climate Change, Kendriya Paryavaran Bhavan, Link Road No.3, E-5, Ravi Shankar Nagar, Arera Colony, Bhopal-462016 (M.P)।
Official Notice : Download
This website uses cookies.