Government of West Bengal Scheme : বাংলা বাড়ি প্রকল্পের পাশাপাশি পরিবার পিছু অতিরিক্ত ১২,০০০ টাকা প্রদান করা হবে। সাম্প্রতিক রাজ্য সরকারের তরফে এমন খুশির খবর জানানো হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের সাধারণ মানুষ যথেষ্ট উপকৃত হবেন। এখানে মূলত নির্মল বাংলা প্রকল্প সংযুক্তি করনের মাধ্যমে টাকা প্রদান করা হবে। বর্তমানে দেখা গেছে যে সকল পরিবার গুলোকে বাংলা আবাস যোজনার অর্থ প্রদান করা হবে তাদের মধ্যে বেশ কিছু পরিবারের শৌচালয় নেই অথবা শৌচালয় গুলি খুব খারাপ অবস্থায় রয়েছে। রাজ্য সরকারের তরফে এই সকল পরিবার গুলিকে আর্থিকভাবে সহায়তা করা হলে পরিবার গুলি শৌচালয় নির্মাণ করতে পারবেন। এর ফলে নির্মল বাংলা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।
তাই পশ্চিমবঙ্গ সরকার নির্মল বাংলা প্রকল্পকে বাস্তবায়ন করতে শৌচালয় নির্মাণের জন্য পরিবার কিছু ১২০০০ টাকা প্রদান করছেন। তাই আপনারা যদি এই প্রকল্পের মাধ্যমে ১২ হাজার টাকার সুবিধা পেতে চান তাহলে অতিসত্বর আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। নিম্নে রাজ্য সরকারের তরফে ১২,০০০ টাকা প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আবেদনের পূর্বে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।
বাংলা আবাস যোজনা:
বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্যের গৃহহীন পরিবার গুলিকে সম্পূর্ণ বিনামূল্যে গৃহ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়ার যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অ্যাকাউন্টে আবাস নির্মাণের টাকা ঢুকতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়। এই টাকার দুই থেকে তিনটি কিস্তির মাধ্যমে একাউন্টে প্রবেশ করানো হয়। বর্তমানে বেশ কিছু পরিবার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে গেছেন। এই টাকায় আভাস নির্মাণের প্রাথমিক কাজ শুরু করার পর পরবর্তী টাকা কিস্তির মাধ্যমে একাউন্টে দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকার বাংলা আবাস যোজনার পাশাপাশি পরিবার গুলিকে শৌচাগার নির্মাণের জন্য অতিরিক্ত ১২ হাজার টাকা প্রদান করতে চলেছে।
শৌচাগার নির্মাণ প্রকল্প:
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার জানিয়েছেন বাংলাকে ইতিমধ্যেই দেশের মধ্যে “উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য” ঘোষণা করা হয়েছে। সেই মোতাবেক রাজ্যের প্রতিটি ঘরে ঘরে শৌচালয় থাকা বাধ্যতামূলক। বর্তমানে রাজ্যের বেশ কিছু পরিবারে সৌচালয় থাকলেও তার অবস্থা শোচনীয়। এই সকল শৌচালয় গুলির রক্ষণাবেক্ষণ এবং পুনরায় মেরামতির কাজে রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন।
রাজ্য সরকারের তরফে যে সকল পরিবার গুলোকে গৃহ নির্মাণের অর্থ প্রদান করা হচ্ছে তাদের মধ্যে অনেকের ঘরে শৌচালায় নেই, তাই রাজ্য সরকার শৌচালয় নির্মাণে জন্য অতিরিক্ত ১২০০০ টাকা প্রদান করতে চলেছে।মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে সংযুক্তি ঘটিয়ে এই কাজটি বাস্তবায়িত হবে। মূলত দুটি কিস্তির মাধ্যমে শোচালয় নির্মাণের টাকা প্রদান করা হবে। প্রথম কিস্তিতে ৬০০০ টাকা এবং পরের কিস্তিতে ৬০০০ টাকা প্রদান করা হবে।
Read More : রাজ্যে জেলা পরিষদে কর্মী নিয়োগ শুরু, ২৩ জেলা থেকে চাকরির সুযোগ – WB Zilla Parishad Job Recruitment
Read More : শ্রম দপ্তরে বিপুল পদে কর্মী নিয়োগ শুরু, যোগ্যতা, বয়স, বেতন ও আবেদন পদ্ধতি দেখুন – ESIC Job Recruitment
Government Of West Bengal Scheme
গ্রাম পঞ্চায়েতের যে সকল পরিবার গুলি বাংলা আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের টাকা পেয়েছেন, একমাত্র তাদের শৌচালয় নির্মাণের জন্য ১২০০০ টাকা প্রদান করা হবে। বাংলা আবাস যোজনার পাশাপাশি পরিবার গুলিকে বিদ্যুৎ, পানীয় জল, এবং শৌচাগারের মতো সুবিধা গুলো এই প্রকল্পের মাধ্যমে প্রদান করা হবে। এছাড়া এই পরিবারগুলিকে আনন্দধারা প্রকল্পের আওতায় আনার কথাও জানিয়েছে রাজ্য সরকার।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.