ঘরে বসে মোবাইল দিয়ে দৈনিক আয় করুন 2000 টাকা, গুগল পে দিচ্ছে দারুণ সুযোগ -Google Pay Earning Tricks

ওয়েবসাইট এর প্রসার ঘটার পরে সব কাজ আমরা অনলাইনের মাধ্যমেই করে থাকি। দিনে দিনে অনলাইনে সমস্ত কাজ করা হয় বলে বিভিন্ন অ্যাপও বাজারে এসে গেছে। এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক টাকা রোজগার করতে সামর্থ্য হবেন। যেমন অনলাইন রিচার্জ বিল জমা বা অন্য ব্যক্তির কাছে অর্থ স্থানান্তর করার পাশাপাশি সেই অ্যাপগুলি থেকে আপনি অর্থ উপার্জনও করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনি গুগল পে (Google Pay)- কে ব্যবহার করতে পারেন। গুগল পে (Google pay) এর থেকে আপনি প্রতিদিন ২০০০ টাকা আয় করতে পারবেন। তবে এই আয়টি কিভাবে করবেন সেটি এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আলোচনা করব।

Google pay

কিছু প্রক্রিয়া রয়েছে যা অনুসরণ করে আপনি সহজেই গুগল পে (Google pay) থেকে প্রতিদিন ৫০০ থেকে ২০০০ টাকা আয় করতে সক্ষম হবেন। প্রথম পদ্ধতিটি হল Google Pay অ্যাপ রেফারেল এবং দ্বিতীয় টি হল গুগল পে অ্যাপ ক্যাশব্যাক অফার। বহু মানুষ এই দুটি পদ্ধতির মাধ্যমে গুগল পে (Google pay) থেকে ইনকাম করেছেন। তবে অনেককেই এই অ্যাপ সম্পর্কে জানেন না(Google Pay Earning Tricks)।

Google Pay রেফারেল কোডের মাধ্যমে টাকা উপার্জন করুন – (Google Pay Earning Tricks)- 2024 সালে Google Pay এর একটি অফার হল আপনার মোবাইল থেকে Google Pay-র নিজস্ব লিঙ্কটি যদি অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করেন, তাহলে আপনি ১০১ টাকা পাবেন। অনেক সময় এই ক্যাশব্যাক বেড়ে গিয়ে ২০১ টাকাও হতে পারে। যে ব্যক্তিকে আপনি লিংকটি শেয়ার করেছেন তিনি লিংকটি পাওয়ার পর যদি গুগল পে অ্যাপটি ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথেই টাকা লেনদেন করেন তখন আপনি ক্যাশব্যাক পাবেন।

আর যদি তিনি তখন অ্যাকাউন্টটি তৈরি করেন এবং অর্থনৈতিক লেনদেন না করেন তাহলে আপনি অ্যাকাউন্ট তৈরির জন্য ২০০ টাকা। পরে আপনার লিংক শেয়ার করা ব্যক্তিটি যখন অর্থনৈতিক লেনদেন করবেন তখন সেখান থেকে আপনি ১০১ টাকা পাবেন। এইভাবে ৫ জনের কাছে আপনি লিংকটি যদি শেয়ার করেন তাহলে সেখান থেকে আপনি ৫০০ থেকে ১০০০ টাকা আয় করতে সামর্থ্য হবে।

আজকাল ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ, জলের বিল পরিশোধ, ডিটিএইচ/কেবল টিভি রিচার্জ করা, মোবাইল রিচার্জ করা, ব্রডব্যান্ড/ল্যান্ডলিন রিচার্জ করা, গ্যাস সিলিন্ডার বুকিং করা হয়ে যায়। আর এই লেনদেনগুলি হয় অনলাইনের মাধ্যমে। এই লেনদেন করার সময় Google Pay অ্যাপ দ্বারা ক্যাশব্যাক পাওয়া যায়, এর সাথে, Google Pay অ্যাপ আরো বেশি অর্থ উপার্জন করার অফার দেয় (Google Pay Earning Tricks)।

WBNC-র মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করতে বিস্তারিত পড়ুন -WB Job Recruitment

Google pay অ্যাপটি যেভাবে ডাউনলোড করবেন-
Google pay অ্যাপটিকে ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। গুগল প্লে স্টোরের সার্চবারে Google Pay লিখতে হবে। এরপর গুগল পে ডাউনলোড করার লিংকটি আপনার সামনে আসবে।। লিংকটি তে ক্লিক করে অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে নেবেন। Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x