খাদ্য দপ্তরে বিপুল কর্মখালি, কী যোগ্যতায় আবেদন করবেন? দেখুন – Food Department Recruitment 2025

Food Department Recruitment 2025 :এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের অশেষ সুসংবাদ। কেননা সরকারের খাদ্য দপ্তরের অধীনে বেশ কিছু খালি পদে নতুন প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এসেছে। যেখানে ভারতের বাসিন্দা ও উপযুক্ত যোগ্যতা থাকলে সকলে অংশগ্রহণ করতে পারবেন। মহিলা হোক কিংবা পুরুষ সকলের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে চলেছে। যারা খাদ্য দপ্তরে নিজের কর্মজীবন বেছে নিতে আগ্রহী এবং আবেদন জানাতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। এই প্রতিবেদনের নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। Food Department Job Recruitment

Food Department recruitment 2025

এবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে কী পদে নিয়োগের জন্য আবেদন নেওয়া হবে :

খাদ্য দপ্তরের থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে এ ক্ষেত্রে বেশ কিছু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ডিরেক্টর,ম্যানেজার, সহকারী ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে। তার মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

যোগ্যতার মাপকাঠি কি হবে :

খাদ্য দপ্তরের এই নিয়মকে বিশেষ পদের জন্য যোগ্যতা বিশেষ চাওয়া হয়েছে। যেহেতু এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে তাই পদ অনুযায়ী যোগ্যতা ও আলাদা আলাদা ভাবে। প্রত্যেক পদ সম্পর্কে যোগ্যতা আলাদা ভাবে দেখতে অবশ্যই অফিশিয়াল নোটিশ ফলো করবেন। এই নোটিশে সংশ্লিষ্ট পদ সম্পর্কে সবিস্তারে যোগ্যতা সম্পর্কে দেওয়া রয়েছে।

এর জন্য কি পদ্ধতিতে আবেদন করতে হবে :

আবেদন জানাতে প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেই জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ভারত সরকারের ফুট সেফটি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে আবেদন জানাতে হবে এবং আবেদন ফরমটি পূরণ করে জমা করতে হবে। আবেদন করতে জরুরি ডকুমেন্ট সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো আবেদন পত্রের সঙ্গে জড়িত ডকুমেন্টস ও জমা করতে হবে। আবেদন করার সময় জরুরি নথিপত্র সমূহ সাথে রাখতে হবে এবং যথা সময়ের পূর্বে আবেদন পত্র জমা করতে।

আবেদন করার তারিখ সমূহ : এক্ষেত্রে আবেদন গ্রহণ শুরু ১৫ এপ্রিল ২০২৫ থেকে এবং আবেদন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন।

https://fssai.gov.in/upload/uploadfiles/files/Circular%20DEP-012025%20Signed.pdf

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"