ECHS Clerk and Deo Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ পত্র দেওয়া হবে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – নিয়োগ কারী সংস্থা, পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, আবেদন যোগ্যতা, আবেদন শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।
নিয়োগ কারী সংস্থা :
ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর সহ একাধিক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) সংস্থার তরফে সম্পূর্ণ করা হবে।
বিষয় | বিবরণ |
---|---|
নিয়োগকারী দপ্তর | Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) |
পদের নাম সমূহ | ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে |
মোট শূন্যপদ | ৪টি (ক্লার্ক – ১টি, ডাটা এন্ট্রি অপারেটর – ৩টি) |
মাসিক বেতন কাঠামো | ২২,৫০০ টাকা + অন্যান্য সরকারি সুবিধা |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ডিগ্রী, সশস্ত্র বাহিনীতে Class-I Clerical Trade এর ৩ বছরের অভিজ্ঞতা |
আবেদন পদ্ধতি | অফলাইনে, আবেদন পত্র ডাউনলোড করে পূরণ করতে হবে |
নিয়োগ প্রক্রিয়া | কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বাছাই |
আবেদন শেষ তারিখ | ১৭ ডিসেম্বর ২০২৪ |
পদের নাম :
Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) সংস্থার তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদ।
মোট শূন্য পদ :
এখানে মোট শূন্য পদের সংখ্যা ৪ টি। তার মধ্যে ক্লার্ক পদে রয়েছে ১ টি এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে রয়েছে ৩ টি শূন্য পদ।
বয়স সীমা :
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট বয়স সীমা উল্লেখ করা হয়নি, সকল প্রাপ্তবয়স্ক চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
মাসিক বেতন :
ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পর চাকরি প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২২,৫০০ টাকা। এছাড়াও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
আবেদন কারীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এর পাশাপাশি সশস্ত্র বাহিনীতে Class-I Clerical Trade ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি :
অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। আবেদন পত্র ডাউনলোড করার লিংক নিচে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। আবেদন পত্র ডাউনলোড করার পর সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে। সব শেষে আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানা ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা নিচে দেওয়া রয়েছে।
প্রয়োজনীয় নথিপত্র :
আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের নিম্নলিখিত নথিপত্রের প্রয়োজন, যথা –
- পরিচয় পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র।
- ডিসচার্জ বুক (যদি প্রযোজ্য হয়)
- PPO এবং সার্ভিস রেকর্ড (অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য) প্রভৃতি।
নিয়োগ প্রক্রিয়া :
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
Read More : দারুণ প্রকল্পের ঘোষণা, মাসে মিলবে কড়কড়ে ৬০০০ টাকা! দেখুন বিস্তারিত – Central Government LIC Scheme
আবেদন শেষ তারিখ :
আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় আগামী ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন।
নতুন বছরে সরকারি কর্মী জন্য সুসংবাদ! বিরাট উপহার সরকার পক্ষের – WB Govt Employees DA News
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
আবেদন পত্র পূরণের পর তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।
OIC, Stn HQs (ECHS Cell), Nausena Baugh, PO Gandhigram, Visakhapatnam, Andhra Pradesh, Pin-530005
Official Notification | Download |
Official website | Click Here |
আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.