পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ফের রেলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ব রেলওয়ের (Eastern Railway Recruitment) তরফ থেকে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী টিকেট বিক্রেতা পদে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি অনুযায়ী টিকিট বিক্রেতা ( Tickets Seller) পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে এবং কমপক্ষে বয়স থাকতে হবে ১৮ বছর। সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশনের বা সংশ্লিষ্ট জেলার অধীনে বসবাসকারী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে রেলের সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। Eastern Railway Ticket Seller Recruitment
নোটিশ নং: CW/388/Halt/Bahirgachhi (BHGH) Sealdah, dated: 22/07/2024
পদের নাম : রেলের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী টিকিট বিক্রি করার জন্য হল্ট কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি বা সংশ্লিষ্ট জেলার চাকরিপ্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতা থাকলে আবেদন করার সুযোগ দেওয়া হবে। এছাড়াও ওই প্রার্থীদের শারীরিক দিক থেকে ফিট হতে হবে।
বয়স সীমা : আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ১৮ বছর, সর্বাধিক বয়সের কোন সীমা দেওয়া নেই।
অন্য যোগ্যতা :
1. সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশনের লোকাল বাসিন্দা হতে হবে
2. প্রার্থীদের শারীরিক দিক থেকে ফিট থাকতে হবে এবং তার জন্য রেজিস্টার্ড স্বাস্থ্য অনুশীলনীর কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট নিয়ে জমা করতে হবে। অর্থাৎ he/she is fit for active service and free from any communicable disease.
আবেদন পদ্ধতি : যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীগণ পূর্ব রেলের সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশনের অধীনে রেলওয়ে টিকিট বিক্রেতার জন্য আবেদন জানাতে চায় তাদের আপনার মাধ্যমে একটা আবেদন পত্র জমা করতে হবে। এই অফলাইন আবেদন পত্র পাওয়া যাবে অফিসিয়াল নোটিসের সঙ্গে অথবা পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে নিয়ে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর ওই আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে পূর্ব রেলের অফিসিয়াল ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনে ডকুমেন্টস জমা করতে হবে –
1. প্রার্থীর বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট
3. বাসিন্দা প্রমান হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ড
4. মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যে কোন রেজিস্টার মেডিকেল অনুশীলনের কাছ থেকে
আবেদন করার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করা যাবে ২৩-০৮-২০২৪ তারিখ দুপুর ২ টা পর্যন্ত ( ২৩ আগস্ট বাদে বাকি সব দিনে সকাল ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে)। আবেদনপত্র জমা করতে পারবেন রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি ঠিকানায় জমা করে।
আবেদনপত্র জমা করা ঠিকানা : To The Divisional Railway Manager (Commercial), Room No. 44, Eastern Railway, Sealdah, Pin-700014
আবেদনপত্র একটি খামের ভেতর ভরে সেই খামটি সিল করে দিয়ে তার উপর অবশ্যই উল্লেখ করতে হবে “Application for Halt Contractor at Bahirgachhi Halt station”।
নিয়োগের ধরন : পূর্ব রেলের সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশনের তরফে যে টিকিট বিক্রেতা চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে তাতে মাসিক কোন বেতন দেওয়া হবে না। এক্ষেত্রে কমিশনের মাধ্যমে আয় করার সুযোগ দেওয়া হবে। কমিশন বিষয়ে একটি চার্ট নিচে দেওয়া হল সেটি দেখে নিবেন।
সিকিউরিটি ফি : যে প্রার্থী কমিশনের ভিত্তিতে টিকেট বিক্রেতা হিসেবে নিযুক্ত হবেন, সেই সময় সিকিউরিটি ফী হিসাবে 2000 টাকা জমা করতে হবে। মনে রাখতে হবে এই সিকিউরিটি ফী সুদ ছাড়া রিটার্ন করা হবে যখন কাজের মেয়াদ শেষ হবে।
আরও পড়ুন : ক্লিক করুন
নিয়োগের স্থান : পূর্ব রেলের নদীয়া জেলার Bahirgachhi রেলওয়ে স্টেশনে নিয়োগ করা হবে।
আবেদনপত্র কিংবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করতে পারেন অথবা পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন –
Official Notification+ Application Form – Download
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.