পূর্ব রেলে প্রচুর Group C ও D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা আবেদন করুন – Eastern Railway Recruitment

Eastern Railway Recruitment : দীর্ঘদিন ধরে রেলের চাকরির অপেক্ষায় রয়েছেন? তাহলে আপনার জন্য পূর্ব রেলে অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে রিজনে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদে চাকরির দারুন সুযোগ রয়েছে। যোগ্যতার নিরিখে ছেলে ও মেয়ে সকলে আবেদন জানাতে পারবেন। রাজ্যের 23 জেলা থেকে যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।  যে সমস্ত চাকরি প্রার্থীরা রেলের চাকরির অপেক্ষায় রয়েছেন এবং এই ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা শেষ পর্যন্ত পড়ুন। কেননা নিচে ধাপে ধাপে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

Eastern Railway Recruitment 

eastern railway recruitment

নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো 

 পদের নাম : যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই,  এই বিজ্ঞপ্তি অনুযায়ী ঐ সমস্ত প্রার্থীদের গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় লেভেলের পদে নিয়োগ করা হবে।

 

বয়সসীমা : যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগ আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর এবং প্রার্থীদের সর্বাধিক বয়স 25 বছর থাকতে হবে যদি সে জেনারেল ক্যাটাগরি থেকে হয়ে থাকে। যারা সংরক্ষিত ক্যাটাগরি থেকে হয়ে থাকবে তাদের জন্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

 

মাসিক বেতন : এক্ষেত্রে আলাদা আলাদা লেভেলের পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। এক্ষেত্রে মাসিক বেসিক বেতন শুরু করে 5200-20200 টাকা সঙ্গে গ্রেড পে 1,800 থেকে 2800 টাকা দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত প্রার্থীরা ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের বিভিন্ন লেভেলের পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা থাকতে হবে। প্রার্থীদের মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্রাজুয়েট পাশ অথবা আইটিআই পাস যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। পাশাপাশি প্রার্থীদের খেলার পারদর্শী যোগ্যতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের জন্য আরও অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন রয়েছে তার জন্য বিস্তারিত অফিশিয়াল নোটিশ থেকে দেখে নিতে পারেন।

Recruitment Board Railway Recruitment Cell, Eastern Region 
Post NameGroup C and D
Age Limit Gen. 18-25 (Age Relaxation As Per Govt Rules)
Recruitment Eligibility Educational Qualification and Sports Achievement as per Notification
Application Process Online Mode
Recruitment Process Skill Test, Fitness Test and Documents Verification

মাধ্যমিক পাশে ৫ টাকা দিয়ে আবেদন করুন, এই জেলার বাসিন্দা হলে চাকরির সুযোগ 

কীভাবে আবেদন করতে হবে : 

যে সমস্ত প্রার্থীরা পূর্ব রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (rrcer.org) ভিজিট করতে হবে।

  1. প্রথমে প্রার্থীকে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে আগে বিস্তারিত করে নিতে হবে
  2. এরপর যোগ্যতা ঠিকঠাক থাকলে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে
  3. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীকে পুরো ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে
  4. ফরম ফিলাপ চলাকালীন প্রার্থীকে সমস্ত ডকুমেন্টস নির্ভুলভাবে পূরণ করতে হবে
  5. এরপর জরুরী কিছু ডকুমেন্টস যার নির্দেশ দেওয়া রয়েছে তা আপলোড করতে হবে
  6. ডকুমেন্টস আপলোড করার পর তার থেকে আবেদন মূল্য ক্যাটাগরি অনুযায়ী জমা করতে হবে
  7. এরপর ওই প্রার্থীকে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করে নিতে হবে

 

আবেদন মূল্য : অনলাইনে আবেদন করার সময় সাধারণ ও ওবিসি প্রার্থীকে 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে যার মধ্যে 400 টাকা রিফান্ড করা হবে। অন্যান্য সংরক্ষিতদের জন্য 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে পরবর্তীতে পুরো টাকায় রিফান্ড করা হবে।

TATA স্টিলে ফের প্রচুর শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাসে মাসে পাবেন স্টাইপেন্ড -এখনই আবেদন করুন

নিয়োগ প্রক্রিয়া : 

যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার নিরিখে সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে তিনটি প্রক্রিয়া অবলম্বন করে নিযুক্ত করা হবে।

  • প্রার্থীদের জন্য স্পোর্ট স্কিল টেস্ট নেওয়া হবে এবং এক্ষেত্রে ফিটনেস টেস্টও দেখা হবে ( যেহেতু স্পোর্ট কৌটা থেকে নেওয়া হবে তাই উপযুক্ত স্পোর্ট যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন)
  • এরপর ওই প্রার্থীদের জন্য আয়োজন করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া
  • সবশেষে প্রার্থীদের জন্য ফাইনাল মেরিট টেস্ট প্রস্তুত করে নিযুক্ত করা হবে।

 

আবেদনের সময়সীমা : 

যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই সেই সমস্ত প্রার্থীদের জন্য অনলাইন আবেদন করার সুযোগ দেওয়া হবে 15 নভেম্বর 2024 থেকে 14 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত।

Official Notification : Download

Online Apply : Click Here

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x

Leave a Comment