3700 শূন্যপদে শুধু HS পাশে চাকরির দারুণ সুযোগ আপনার হাতে, রইল বিস্তারিত -Central Govt Job Recruitment

Published by
Mr Jobre

এবার চাকরিপ্রার্থীদের জন্য ফের দারুন সুসংবাদ। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সরকারি কর্মী নিয়োগ কারী সংস্থা বিজ্ঞপ্তি অনুযায়ী 3700 শূন্যপদে নিয়োগ করা হবে। দেশের যেকোন প্রান্ত থেকে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। মহিলা কিংবা পুরুষ সকল চাকরিপ্রার্থী এক্ষেত্রে আবেদনের যোগ্য হবেন। যে সকল চাকরি আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন, নিচে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। Central Govt Job Recruitment

কী কী পদে নিয়োগ করা হবে : এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কমও ডাটা এন্ট্রি অপারেটর সহ অন্যান্য পদে নিয়োগ করা হবে।

 

শিক্ষাগত যোগ্যতা :যে সমস্ত প্রার্থীরা কেন্দ্র সরকারের উপরোক্ত পদগুলিতে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার জানতে হবে অর্থাৎ কম্পিউটার টাইপিং স্পিড ভালো থাকতে হবে।

 

বয়সসীমা : আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 27 বছরের মধ্যে। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

 

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পদ অনুযায়ী আলাদা আলাদা। সর্বনিম্ন 19,900 টাকা থেকে 25,500 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরির প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

1. অনেক আবেদন করতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে

2. এরপর সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে

3. রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে

4. আবেদন চলাকালীন জরুরি ডকুমেন্টস সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে

5. সবশেষ আবেদন ফি জমা করে ফাইনাল করে নিতে হবে

 

জরুরি ডকুমেন্টসমূহ : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ, পাসপোর্ট সাইজের ছবি, জাতিগত সংশয় পত্র ( যদি থাকে), আধার কিংবা ভোটার কার্ড, এছাড়া অভিজ্ঞতা সহ অন্যান্য ডকুমেন্টস থাকতে হবে।

 

আবেদন ফি :চাকরি প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করার সময় সাধারণ ও ওবিসিদের 100 টাকা আবেদন ফি জমা করতে হবে এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য কোনরকম আবেদন ফি জমা নেওয়া হবে না।

 

আবেদন করার তারিখ : 07-05-2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
x
Mr Jobre

Share
Published by
Mr Jobre

Recent Posts

This website uses cookies.