Central Government Upcoming Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, আগামীতে দেশে প্রায় এক লক্ষ কর্মী নিয়োগ হতে চলেছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্পোরেশন (NSDC) এর তরফে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যেখানে চাকরি প্রার্থীদের বিনামূল্যে ট্রেনিং সম্পূর্ণ করে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ রয়েছে। আগামী ২০৩০ পরিকল্পনা অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা সদ্য তাদের পড়াশুনা সম্পূর্ণ করেছেন অথবা ভালো কর্মসংস্থান আশায় বসে রয়েছেন তারা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে ভারত সরকার চাকরি প্রার্থীদের বিনামূল্যে ট্রেনিং প্রদানের মাধ্যমে দেশে এবং বিদেশের একাধিক সংস্থা নিয়োগের ব্যবস্থা করেছেন। Central Government Upcoming Recruitment
এই প্রকল্পের মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে জাপান, ইজরায়েল এবং অন্যান্য দেশে প্রতি বছর ১ লাখ কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। বর্তমানে ভারতের অন্যতম মিত্র দেশ জার্মানি প্রতি বছর ভারত থেকে প্রায় ৯০,০০০ জন দক্ষ ভারতীয় কর্মী গ্রহণে আগ্রহী প্রকাশ করেছেন। আগামীতে এই সংখ্যা আরো বাড়তে পারে। নিম্নে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।
দক্ষ ভারত মিশন:
দক্ষ ভারত মিশনের অধীনে বর্তমানে দেশের প্রায় ৪ কোটি ৩ লাখ ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৯ লাখ ৪০ হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থানে ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দক্ষ ভারত মিশনের অধীনে দেশব্যাপী প্রায় ৪০,০০০ বেশি স্কিলিং ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রায় ১ কোটি ৮৩ লাখ নারী ও ১ কোটি ২৯ লক্ষ সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই সকল প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের একাধিক দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়াও আগামীতে আরো বেশি সংখ্যক যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে দেশে স্কিল সেন্টারের সংখ্যা বাড়িয়ে ৫০,০০০ করার লক্ষ্য রয়েছে। এনএসডিসি আন্তর্জাতিকের সিইও এবং এমডি বেদ মণি তিওয়ারি বলেছেন বর্তমানে দেশে শিল্প-সমন্বিত প্রোগ্রামের সংখ্যা ১২টি রয়েছে , এই উদীয়মান প্রযুক্তি সংখ্যাব ভবিষ্যতের বৃদ্ধি করে ৩০০ এর বেশি করার কথা ভাবা হচ্ছে। যার মূল লক্ষ্য হল ২ লক্ষের বেশি দেশের বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ প্রদান যা তাদের কর্মসংস্থানের যোগ্যতা ও প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
ভারত সরকার ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়ার এই প্রকল্পের মাধ্যমে বর্তমান ভারতে ১.৩ কোটি বেকার যুবক-যুবতী চাকরি প্রার্থী নাম নিবন্ধন করেছে। যার মাধ্যমে দেশের প্রায় ১০ লাখেরও বেশি চাকরি ও শিক্ষা নবিষের সুযোগ দিয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরো উত্তরোত্তর বৃদ্ধি পেতে চলেছে। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবত ভালো কর্মসংস্থানের আশায় বসে রয়েছেন তারা দক্ষ ভারত মিশনের অধীনে নাম নথিভুক্ত করতে পারেন। প্রকল্পের নাম নথিভুক্ত করার পর আপনাদের যোগ্যতা অনুযায়ী ট্রেনিং প্রদান করা হবে। যা পরবর্তীকালে আপনাদের আন্তর্জাতিক ক্ষেত্রে কর্মসংস্থানের বিশেষ সহায়ক হবে।
এই প্রকল্পের অধীনে আগামী দুই এক বছরের মধ্যে এক লক্ষের কাছাকাছি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাই আগ্রহী ব্যক্তিরা প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল নোটিফিকেশন অথবা ওয়েবসাইট ভিজিট করুন।