বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ কেন্দ্র সরকারের, নূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন -Central Government Scheme

Published by
Team JR

এবার বেকার যুবক যুবতীদের জন্য দারুন স্কিম নিয়ে আসলো কেন্দ্র সরকার। কেননা বর্তমানে দিনে দিনে বেড়েই চলেছে বেকারত্বের সংখ্যা। বর্তমানে দেশের শিক্ষার হার বেড়েই চলেছে তাতে দেখা দিচ্ছে বেকারের সমস্যা। এবার বেকারত্বের সমস্যা কমাতে কেন্দ্র সরকার বেকারদের জন্য নিয়ে আসলো দারুন একটি স্কিম। এই স্কিমের মাধ্যমে বেকারদের দারুন সুযোগ করে দেওয়া হবে। কিভাবে এই স্কিমের সুবিধা পাবেন? এই স্কিমে কি বলা রয়েছে? আসন বিস্তারিত জেনে নেওয়া যাক।

যেহেতু বর্তমানে সবথেকে বড় সমস্যা হল বেকারত্বের সমস্যা তাই কেন্দ্র সরকার কর্তৃক এই সমস্যার সমাধানের লক্ষ্যে একটি নতুন প্রজেক্ট শুরু করেছেন। এই প্রজেক্ট এর নাম হল স্কিল ইন্ডিয়া প্রজেক্ট। এই স্কিল ইন্ডিয়া প্রজেক্ট হলো কেন্দ্র সরকারের পূর্বের কৌশল বিকাশ যোজনা অপর নাম। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো বেকার যুবক-যুবতীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া। Central Government Scheme By Job Training

 

কেন্দ্র সরকারের এইচ স্কিমে মাধ্যমে বেকার যুবক-যুবতীরা বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে যাবেন এমনকি আবেদন করার মূল্য ও অন্যান্য যাবতীয় খরচ সরকার কর্তৃক দেওয়া হবে। শুধু তাই নয় এক্ষেত্রে প্রশিক্ষণ শেষে ওই প্রার্থীকে সার্টিফিকেট দেওয়া হবে এবং কিছু প্রার্থীকে থেকে চাকরির সুযোগও করে দেওয়া হতে পারে। প্রশিক্ষণ শেষে প্রার্থীরা নিজের ভালো ব্যবসাও শুরু করতে পারেন। Central Government Scheme By Job Training

 

এবার প্রশ্ন হল এই স্কিম এর সুবিধা পেতে কি কি শর্ত থাকতে হবে? প্রথমত প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও প্রার্থীর বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা যে করছে ভর্তি হবেন তা অনুযায়ী ভিন্ন হতে পারে। পরিবারের কোনো ব্যক্তি যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না। Central Government Scheme By Job Training

 

আগ্রহী প্রার্থীদের এক্ষেত্রে অনলাইনে মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। স্কীল ইন্ডিয়া প্রজেক্ট এর অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে জরুরী তথ্য পূরণ করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্মটি ফিলাপ করতে হবে এবং যে করছে ভর্তি হবে সেই কোর্স সিলেক্ট করতে হবে।

 

অনলাইনে আবেদন করার সময় ওই প্রার্থীকে বেশ কিছু জরুরি ডকুমেন্টস আপলোড দিতে হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণ, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করতে হবে। সবকিছু ঠিকঠাকভাবে পূরণ করার পর ফাইনাল সাবমিট করে ভবিষ্যতের জন্য আবেদন ফরমটির প্রিন্ট আউট বের করে রাখতে হবে। Central Government Scheme By Job Training

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

Recent Posts

This website uses cookies.