ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা গুলির মধ্যে অন্যতম হল বেকারত্বের সমস্যা। বহু যুবক-যুবতীদের হাতে ডিগ্রী থাকা সত্ত্বেও তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। এই বেকারত্বের সংখ্যা কমানোর জন্য কেন্দ্র সরকার সকল সময়ই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আবার তরুন তরুণীদের কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রকল্পের সৃষ্টি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকারের (Central Government) একাধিক প্রকল্পের (Scheme) মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। আজকে এই আর্টিকেলের মাধ্যমে প্রকল্পগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া হবে। Central Government Scheme
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা– ২০১৫ সালে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের সৃষ্টি করেন। এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত জামাতমুক্ত ঋণ দেওয়া হয়। অ-কর্পোরেট এবং অকৃষি ক্ষেত্রে এই ঋণ পাওয়া যায়। যারা নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তারা এই প্রকল্প থেকে ঋণ নিতে পারবেন। Central Government Scheme
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা– প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পের সৃষ্টি হয় ২০১৫ সালে। এই প্রকল্পের আরেকটি নাম হল প্রধানমন্ত্রী যুব প্রশিক্ষণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ এবং সার্টিফিকেট প্রদান করা হয়। Central Government Scheme
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা– প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনা প্রকল্পের মাধ্যমে রাস্তায় ব্যবসা করা ব্যবসায়ীদের ঋণ দেওয়া হয়। পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখানে ব্যবসায়ীরা ঋণ নিতে পারবেন। জামানতমুক্ত এই ঋণ পাওয়ার জন্য ব্যবসায়ীদের কোনো কিছু ব্যাংকের কাছে জমা রাখতে হয় না। ফুটপাতের বিক্রেতাদের জন্য ২০২০ সালে এই প্রকল্পটি শুরু করে কেন্দ্র সরকার। তিনটি কিস্তির মাধ্যমে এই ঋণের টাকা দেওয়া হয় ব্যবসায়ীদের। প্রথম কিস্তিতে ১০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। সেই টাকা সময় মত পরিশোধ করতে পারলে দ্বিতীয় কিস্তির জন্য ২০ হাজার টাকা ঋণ পাওয়া যায়। দ্বিতীয় কিস্তির টাকা সময় মত পরিশোধ করার পর ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে। Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.