তৃণমূল সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর কল্যাণ সাধনের জন্য বহু প্রকল্পের সৃষ্টি করেছে। অপরদিকে কেন্দ্র সরকারও কিন্তু এইদিক থেকে পিছিয়ে নেই। বিজেপি সরকার ভারতবাসীর সুবিধার জন্য বহু স্কিম নিয়ে এসেছে (Central Government Scheme)। কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম গুলির মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)। Central Government Scheme
ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ। এই দেশের বেশিরভাগ মানুষই কৃষক শ্রেণীর। এই দেশের কৃষকদের আর্থিক সঙ্গতি তেমন নেই। অর্থনৈতিক দুর্বলতার কারণে ভারতবর্ষের কৃষকরা কৃষি কাজের জন্য আধুনিক যন্ত্রপাতিও কিনতে পারেনা। আর এই কাজে সাহায্যের জন্য কেন্দ্র সরকার যে প্রকল্পটির প্রণয়ন ঘটিয়েছে তার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)। Central Government Scheme
২০১৯ সালে এই দেশের কৃষকদের আর্থিক সহায়তা দানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিলেন। এই যোজনার মাধ্যমে কৃষকদের বছরের ৬ হাজার টাকা করে দেওয়া হয়। তবে এই ছয় হাজার টাকা একবারে দেওয়া হয় না। কয়েকটি কিস্তিতে এই অনুদান দেওয়া হয়। এক একটি কিস্তিতে ২০০০ করে টাকা দেওয়া হয়। Central Government Scheme
চলতি বছরের লোকসভা ভোটে জয়যুক্ত হয়ে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদী এই প্রকল্প সম্পর্কে যা বলেছেন তা হল ‘আমাদের সরকার কৃষকদের কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্ব নেওয়ার পরে সই করা প্রথম ফাইলটিই হল কৃষি কল্যাণের সঙ্গে সম্পর্কিত। আমরা এবার কৃষক এবং কৃষিজমি নিয়ে আরও বেশি কাজ করতে চাই।’
পরিশেষে বলে রাখা ভালো যে এই প্রকল্পের আওতায় কিন্তু সকল কৃষকরা আসতে পারবেন না। এই প্রকল্পে আসতে গেলে কৃষকদের কিছু শর্ত পূরণ করতে হবে। এই প্রকল্পের আওতায় আসতে গেলে কৃষকটির নিজস্ব নামে জমি থাকতে হবে। যদি কোনো কৃষক চাষ করেন কিন্তু তার নামে জমি নেই তাহলে তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। একটি পরিবারের কেবলমাত্র একজন ব্যক্তির নামেই এই প্রকল্পের আবেদন করা যাবে। আবার কৃষকটি যদি সরকারকে কর দিয়ে থাকেন তবে তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন জানাতে পারবেন না।
Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.