Scheme Update

Central Government Scheme: মোদি সরকারের এই স্কিমে 5 লক্ষ টাকার সুবিধা, এখনই নাম লেখান

Published by
Mr Jobre

Central Government Scheme : কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার অধীনে টাকা দেওয়া হবে। আগামী নভেম্বর মাস থেকেই এই বিমা প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হবে। তাই আগ্রহীরা শীঘ্রই আবেদন করুন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্মদক্ষতা কমে যায়, তার সঙ্গে একাধিক রোগের প্রাদুর্ভাব ঘটে।

 

এছাড়াও বর্তমানে পরিবেশ দূষণ এবং রাসায়নিক সারের শাকসবজি খেয়ে মানুষের আয়ু কমছে। তাই ষাট পেরোলেই ব্লাড সুগার, ডায়াবেটিস মত একাধিক রোগের প্রাদুর্ভাব ঘটছে। কিন্তু বর্তমানে চিকিৎসার যা খরচ তা বহু লোকের সাধ্যের বাইরে। সেই কারণে বহু মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এই কারণে প্রয়োজন স্বাস্থ্য বীমার। সময় মতো স্বাস্থ্য বীমা করা থাকলে অসুস্থতার সময় স্বাস্থ্য বীমা চিকিৎসার সমস্ত খরচ বহন করবে। তবে বেসরকারি সংস্থাগুলোর বীমার প্রিমিয়াম খুব বেশি যা সাধারণ লোকের নাগালের বাইরে।

তাই বর্তমানে ভারত সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে নিয়ে এসেছে স্বাস্থ্য বীমা। এখানে বিনা খরচায় মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা। কেন্দ্রীয় সরকারের তরফে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা দেওয়া হবে।

• আয়ুষ্মান ভারত যোজনা:

আয়ুষ্মান ভারত যোজনা হল ভারত সরকারের একটি স্বাস্থ্য বীমা। এর মাধ্যমে ভারত সরকার দেশের প্রবিন নাগরিকদের শেষ বয়সে স্বাস্থ্য বীমা সুবিধার প্রদান করেন। ২০১৮ সালে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগণের উদ্দেশ্যে আয়ুষ্মান ভারত যোজনা সূচনা করা হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল দেশের সাধারণ মানুষের ভালো চিকিৎসা প্রদান করা। এবার এই আয়ুষ্মান ভারত যোজনায় নতুনভাবে সংযোগ করা হলো প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা। ৭০ ঊর্ধের সকল প্রবিন নাগরিকরা বিমান মাধ্যমে এই বিশেষ সুবিধা পাবেন। যাদের পরিবার ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান, সেই পরিবারের প্রবীণ নাগরিকরা বছরে অতিরিক্ত ৫ লক্ষ টাকার টপ-আপ কভার পাবেন তাদের চিকিৎসার জন্য।

• আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা:

আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে দেশের প্রবীণ নাগরিকরা যে সুবিধা গুলো পাবেন –

  • ১. মেডিকেল চিকিৎসা, চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শ।
  • ২. হাসপাতালে ভর্তি হবার আগে তিনদিন পর্যন্ত সেবার খরচ।
  • ৩. রোগী হাসপাতালে ভর্তি থাকাকালীন ঔষধ, চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম খরচ।
  • ৪. ICU এবং ল্যাবরেটরি পরীক্ষার মোট খরচ।
  • ৫. হাসপাতালের বেড ভাড়া এবং খাওয়া দাওয়া খরচ।
  • ৬. হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৫ দিনের ঔষধ এবং খাওয়া খরচ।

• আবেদন পদ্ধতি:

আবেদনের জন্য সর্বপ্রথমে আবেদনকারীকে আয়ুষ্মান ভারত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এর অফিসে ওয়েবসাইটটি হল https://abdm.gov.in/-

PMJAY কিয়স্কে আধার কার্ড এবং রেশন কার্ড ভেরিফাই করতে হবে। এরপর পরিবারের পরিচয় প্রমাণপত্র জমা করতে।

এভাবেই একে একে সমস্ত তথ্য পূরণের মাধ্যমে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়ে যাবে। প্রতিটি কার্ডে একটি ইউনিক আইডি থাকে। আপনার ই-কার্ডটি প্রিন্ট আউট বের করে রাখুন।

• কোন হাসপাতালে বিমার সুবিধা পাবেন?

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা আপনারা সরকারি এবং বেসরকারি উভয় হসপিটালে পাবেন। ‌তবে কিছু কিছু বেসরকারি হসপিটাল গুলিতে সুবিধা প্রদান করা হয় না। আপনার এলাকায় কোন হসপিটাল গুলিতে আপনার এই সুবিধা পাবেন তা জানতে হলে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

এরপর মেনু থেকে Find Hospital- অপশনে ক্লিক করুন। এরপর আপনি সরকারি না বেসরকারি হসপিটালে চিকিৎসা করাতে চাইছেন সেটি সিলেক্ট করুন। এরপর সার্চ অপশনে ক্লিক করলেই এটি ক্যাপচা কোড আসবে, এই কোড দিলেই আপনার শহরে হসপিটালে লিস্ট চলে আসবে, যেখানকার এই হসপিটাল গুলিতে স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে।

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
Mr Jobre

Share
Published by
Mr Jobre

Recent Posts

This website uses cookies.