Central Government Pension Scheme : কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প চালু হলো, যার মাধ্যমে আবেদনকারীরা পাবেন মাসিক ২০০০ টাকার ভাতা। দেশের যোগ্য সকল বয়স্ক নাগরিকদের জন্য এই ভাতার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হবে। মূলত বয়স্ক নাগরিকদের জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে। বয়স্ক নাগরিকরা একটা বয়সের পর সেভাবে কাজ করতে সক্ষম নয়, তাই অন্যের উপর নির্ভরশীল হতে হয়।
পরিবারের অন্যান্য সদস্যদের উপর নির্ভরশীল থাকায় হীনমন্যতায় ভুগেন। এই সকল নাগরিকদের কথা চিন্তা করে ভারত সরকার একটি জনপ্রিয় প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে বয়স্ক নাগরিকদের মাসিক ২০০০ টাকার ভাতার ব্যবস্থা করা হয়েছে। আপনি অথবা আপনার পরিবারে কেও এই প্রকল্পের সুবিধা নিতে চাইলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। নিম্নে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- আবেদন পদ্ধতি, যোগ্যতা, আবেদন কবে শুরু হয়েছে প্রভৃতি একাধিক তথ্য তুলে ধরা হলো।
প্রকল্পের সুবিধা ( Central Government Pension Scheme) :
ভারত সরকারের পরিচালিত এই বিশেষ প্রকল্পটি মূলত সমাজের প্রবীণ এবং বয়স্ক নাগরিকদের আর্থিক ভাবে আত্মনির্ভর করে তোলা উদ্দেশ্যে প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের বয়স্ক নাগরিকদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্যই ২০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে।
প্রয়োজনীয় নথিপত্র:
ভারত সরকারের এই প্রকল্পে আবেদনের জন্য আপনাদের নিম্নলিখিত নথিপত্র গুলি আবশ্যিক রয়েছে, যথা-
- ১. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- ২. আবেদনকারীর জন্ম তারিখ হিসেব-নিকেশের জন্য জন্ম প্রমাণপত্র।
- ৩. সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
- ৪. আবেদনকারীর একটি সচল ব্যাংক একাউন্ট, এই ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
অনলাইনে আবেদন পদ্ধতি (Central Government Pension Scheme) :
অনলাইন আবেদনের জন্য আপনাদের প্রথমে বৃদ্ধা সমাজ কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম উল্লেখিত আবেদনকারীর নাম, ঠিকানা সহ একাধিক তথ্য প্রদান করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সঠিক তথ্য যাচাইয়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে।
অফলাইনে আবেদন পদ্ধতি:
অফলাইনে আবেদনের জন্য আপনাদের নিকটবর্তী ব্লক অফিস বা সংশ্লিষ্ট সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফরমটি সংগ্রহের পর সেখানে উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফরমটি পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনের নথিপত্র যুক্ত করে সংশ্লিষ্ট ব্লক অফিস জমা করতে হবে। ফর্ম জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাই হবে।
অনলাইন অথবা অফলাইনে আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ হওয়ার কিছুদিনের মধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর আবেদনকারীর ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের প্রকল্পের খবর ও পাশাপাশি শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। আপনি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকলে আবেদন সঙ্গে জুড়ে থাকবেন। নিচে আমাদের সঙ্গে জয়েন করার লিঙ্ক দেওয়া হবে। আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন।
Central Government Pension Scheme
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you