ছাত্র ছাত্রীদের সরকার দিচ্ছে ১২,০০০ টাকা, থাকতে হবে এই যোগ্যতা গুলি, বিস্তারিত পড়ুন – Central Government NMMSS Scheme

Nmmss

ভারত সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ১২০০০ টাকা স্কলারশিপ। তাই আপনি একজন ছাত্র অথবা ছাত্রী হয়ে থাকলে অবশ্যই স্কলারশিপের সুবিধা গ্রহণ করুন। ‌ করোনা মহামারীর পরবর্তী সময় দেশে স্কুল ছুটের সমস্যা দেখা দিয়েছে। ছাত্র-ছাত্রীরা পূর্বের মতো লেখা পড়ায় মনোনিবেশ করতে পারছেন না। ‌যার ফলে অল্প বয়সে স্কুল ছুট প্রকট হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশের প্রতিটি সরকারি বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য মধ্যান্য কালীন আহার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও সরকারি বিদ্যালয় গুলি থেকে বর্তমানে ফ্রিতে খাতা, বই এমনকি স্কুল ড্রেস প্রদান করা হয়। তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের স্কুল মুখি ফেরাতে ব্যর্থ সরকার। তাই বর্তমানে এক নতুন প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে। মূলত নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ১২০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ রয়েছে। বার্ষিক ১২০০০ টাকার এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে কিছুটা সহায়তা প্রদান করার প্রচেষ্টা চলছে। যাতে তাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতায় বাধার সম্মুখীন না হতে পারে।

∆ ন্যাশনাল মিনস-মেরিট স্কলারশিপ স্কিম (NMMSS):

বর্তমানে ভারত সরকার ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জনে একাধিক সহায়ক পন্থা অবলম্বন করেছেন। তার মধ্যে অন্যতম হলো স্কলারশিপের ব্যবস্থা। ‌নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলি আর্থিক অনটনের কারণে ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি তেমন একটা জোর দিতে পারেন না। যার ফলে স্কুলছুট সমস্যা দেখা দেয়। তাই বর্তমান ২০২৪-২৫ সালের অর্থ বছরে ভারত সরকারের তরফে ছাত্র-ছাত্রীদের স্বার্থে ‌এক নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে।

এই প্রকল্পের নাম হল ন্যাশনাল মিনস-মেরিট স্কলারশিপ স্কিম’ (NMMSS)।‌ এই স্কিমের মাধ্যমে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বার্ষিক ১২০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা মন্ত্রক সূত্রে খবর এই স্কিমের মাধ্যমে বর্তমানে এক লক্ষ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ সুবিধা দেওয়া হচ্ছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে চলবে আগামী ৩১ শে অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। তাই আপনার পরিবারে কোনো ছাত্র-ছাত্রী থাকলে অবশ্যই স্কলারশিপের মাধ্যমে সুবিধা গ্রহণ করতে পারেন।

∆ আবেদন যোগ্যতা:

ন্যাশনাল মিনস-মেরিট স্কলারশিপ স্কিম’ (NMMSS) আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের কিছু আবশ্যক যোগ্যতার প্রয়োজন‌ রয়েছে, যেমন –

  1. আবেদনকারী কে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩,৫০,০০০ টাকা মধ্যে থাকতে হবে।
  3. স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারী কে পূর্ববর্তী পরীক্ষায় ৫৫ শতাংশ নাম্বার থাকতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী তথা তপশিলি জাতি এবং উপজাতির ছাত্রছাত্রীরা ৫% ছাড় পাবে। অর্থাৎ ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদনযোগ্য।

∆ আবেদন নিয়ম:

ন্যাশনাল মিনস-মেরিট স্কলারশিপ স্কিম’ (NMMSS) আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের সর্বপ্রথমে এনএসপি পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীকালে প্রার্থীর নির্বাচিত স্কলারশিপ জন্য আবেদন করতে হবে। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। অনলাইন ‌আবেদন প্রক্রিয়া আগামী ৩১ শে অক্টোবর পর্যন্ত চলবে। স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

আজকের প্রতিবেদনে যে আপডেট সম্পর্কে আলোচনা করা হয়েছে তা সংক্ষিপ্ত। যদি আপনি এই উপরোক্ত সুবিধা নিতে নিজেকে আগ্রহী মনে করেন তাহলে আগে বিস্তারিত জেনে নিবেন। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা যদি অফিসিয়াল নোটিশ থাকে তাহলে তা পড়ে নিতে হবে।

এই অনলাইন পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের সোর্স থেকে নানা ধরনের খবর আপলোড করে থাকি। চাকরির খবরের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রকল্পের খবর সহ ব্যবসা ও দৈনন্দিন বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরের আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও Whatsapp গ্রুপে বিভিন্ন ধরনের খবর সবার আগে শেয়ার করা হয়। তাই আপডেট থাকতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"