প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) হলো ভারত সরকারের উদ্যোগে চালু করা একটি নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ খেটে খাওয়া মানুষদের ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়। এই প্রকল্পটি মূলত ঐতিহ্যবাহী কারিগর ও হস্ত শিল্পীদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে তাদের জীবিকা উন্নত করার জন্য তৈরি করা হয়েছে।
এই প্রকল্পটি ২০২৩ সালের ১৭ই সেপ্টেম্বর সরকার সূচনা করলেও বেশির ভাগ মানুষ এর সম্পর্কে বিশেষ কিছু জানেন না। বিশ্বকর্মা পূজার দিন উদ্বোধন করা হয়েছিল বলে এই প্রকল্পের নাম করন করা হয়েছে বিশ্বকর্মা যোজনা। দেশের কারিগরি বিদ্যায় পারদর্শী শ্রমিকেরা অনেক সময় আর্থিক অভাবে কাজের আধুনিক এবং উন্নত যন্ত্রপাতি ক্রয় করতে সক্ষম হয় না। তাদের সকল চাহিদা পূরণের উদ্দেশ্যে ভারত সরকারের এই যোজনা সূচনা করেছেন। নিম্নে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
• প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা উদ্দেশ্য :
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা দেশের কারিগরি এবং হস্ত শিল্পীদের উৎসাহ প্রদান করতে এবং কর্মে আরো বেশি দক্ষ হতে সাহায্য করছে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য গুলি হল-
- ১. ঐতিহ্যবাহী কারিগর এবং হস্তশিল্পীদের দক্ষতা বৃদ্ধি ও তাদের কাজের প্রচার করা।
- ২. আর্থিক সহায়তা ছোট ব্যবসা শুরু করতে এবং বিকাশের জন্য সহজ শর্তে ঋণ প্রদান।
- ৩. স্থানীয় হস্তশিল্প ও কারুশিল্পের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।
- ৪. নতুন প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে কাজের গুণগত মান বৃদ্ধি প্রভৃতি।
• বিশ্বকর্মা যোজনার সুবিধা :
বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মানুষ নিম্নলিখিত সুবিধা গুলি পাবেন।
- ১. এই প্রকল্পে নাম নথিভুক্ত করণের প্রথম পর্যায়ে ১ লক্ষ পর্যন্ত ঋণ পাবেন। এখানে ন্যূনতম ৫% হারে সুদ নেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ২ লক্ষ পর্যন্ত ঋণ প্রদান করা হবে।
- ২. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে , এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজের দক্ষতা উন্নত হবে।
- ৩. এই প্রকল্পের মাধ্যমে কারিগরদের আধুনিক এবং উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার জন্য অনুদান প্রদান করা হয়।
- ৪. পণ্যের বাজারজাতকরণ এবং প্রচারের জন্য সহায়তা।
- ৫. প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের PM Vishwakarma সার্টিফিকেট এবং পরিচয়পত্র প্রদান করা হয়।
• কারা কারা এই সুবিধা পাবেন :
এই প্রকল্পের আওতায় নিম্নলিখিত পেশার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে
- – কামার (লৌহশিল্পী)
- – মৃৎশিল্পী
- – দর্জি
- – জুতা প্রস্তুতকারক
- – স্বর্ণকার
- – কাঠমিস্ত্রি
- – মৎস্যজীবী
- – চর্মকার
- – ঝালাইকারী
- – রাজমিস্ত্রি
- – তেল উৎপাদক
- – ধূপ প্রস্তুতকারক ইত্যাদি
• আবেদন পদ্ধতি :
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সরকারি পোর্টালে [www.pmvishwakarma.gov.in](http://www.pmvishwakarma.gov.in) আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র যেমন – আধার কার্ড, পেশার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজের ছবি প্রভৃতি প্রয়োজন রয়েছে।
এছাড়াও অনলাইনে আবেদনের সমস্যা হলে সাধারণ পরিষেবা কেন্দ্র (CSC) বা ব্লক পর্যায়ে যোগাযোগ করে অফলাইনে আবেদন করা যায়।
• প্রয়োজনীয় নথিপত্র :
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদনকারীর নিম্নলিখিত নথিপত্র গুলি আবশ্যিক রয়েছে।
১. আবেদনকারীর আধার কার্ড।
২. প্যান কার্ড।
৩. জাতিগত শংসাপত্র।
৪. বসবাসের প্রমাণ (যেমন- সাম্প্রতিক ইউটিলিটি বিল, ভোটার আইডি, ইত্যাদি)
৫. ব্যাংক একাউন্ট।
৬. বৈধ মোবাইল নাম্বার।
প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের প্রকল্পের খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। নিচে জয়েন করার লিঙ্ক দেওয়া হল –
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |