দারুণ প্রকল্পের ঘোষণা, মাসে মিলবে কড়কড়ে ৬০০০ টাকা! দেখুন বিস্তারিত – Central Government LIC Scheme

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
central government lic scheme

Central Government LIC Scheme : দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে ভারত সরকার একাধিক সময় নতুন নতুন যোজনার শুভ উদ্বোধন করেছেন। যোজনা গুলির মধ্যে অন্যতম হলো জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রভৃতি। এই যোজনা গুলির মধ্যে বেশিরভাগ যোজনা গুলিতে মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। এবার ভারত সরকার তরফে এমনি আরেকটি নতুন যোজনা সূচনা করা হলো। যে যোজনার মাধ্যমে মহিলারা বার্ষিক সাত হাজার টাকার আর্থিক সহায়তা পেয়ে থাকেন। যোজনাটির নাম হল বীমা সখী যোজনা।

এই যোজনা ভারত সরকার এবং রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি(LIC) তত্ত্বাবধানে তৈরি করা হয়। হরিয়ানার পানিপথে এক বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা দেওয়া কালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমা সখী যোজনার শুভ উদ্বোধন করলেন। এই যোজনা মূলত দেশের নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যকে সামনে রেখে চালু করা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে ৩৫,০০০ মহিলাকে বিমা এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে। ভবিষ্যতে, আরও ৫০,০০০ মহিলাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এভাবে ধীরে ধীরে দেশের সকল মহিলাদের এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। নিম্নে বীমা সখী যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহী মহিলারা আবেদনের পূর্বে প্রতিবেদনটি বিস্তারিত জেনে নিন।

বীমাসখী যোজনার উদ্দেশ্যে:

এলআইসি বীমা সখি যোজনা ভারত সরকারের যুগান্তকারী যোজনা গুলির মধ্যে অন্যতম। এই যোজনা মহিলাদের কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ প্রদান করে। এই যোজনার মাধ্যমে মহিলারা বীমা এজেন্ট হিসেবে কাজ করে শুধু যে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে তাই নয়, এজেন্ট হিসেবে কাজের মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আর্থিক সুবিধা:

বীমা সখি যোজনার মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এর পরবর্তীকালে কাজের উপর ভিত্তি করে দ্বিতীয় বছরেও প্রতি মাসে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৫,০০০ টাকা প্রদান করা হয়। এর পাশাপাশি বীমার অন্তর্ভুক্ত মহিলারা যদি তাদের বিমার লক্ষ্যমাত্রা পূরণ করেন তাহলে সরকারের তরফ ২,১০০ টাকার অতিরিক্ত পুরস্কার ব্যবস্থা করা হয়েছে।

নতুন বছরে সরকারি কর্মী জন্য সুসংবাদ! বিরাট উপহার সরকার পক্ষের – WB Govt Employees DA News

আবেদন যোগ্যতা:

  •  ভারতীয় নাগরিক হতে হবে, এই প্রকল্প শুধুমাত্র ভারতীয় মহিলারা আবেদন জানাতে পারবেন।
  •  আবেদনকারি মহিলাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
  •  শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে।

বর্তমানে বীমা সখি যোজনা টি ভারত সরকারের তরফে হরিয়ানা রাজ্যে চালু করা হয়েছে। পরবর্তীকালে ধীরে ধীরে এই যোজনা টি দেশের অন্যান্য রাজ্যে পৌঁছবে। বীমা সখি যোজনা শুধু আর্থিক স্বাধীনতার দরজা খুলে দেবে তা-ই নয়, বরং মহিলাদের আত্মবিশ্বাস ও সামাজিক অবস্থান উন্নত করতে সাহায্য করবে। বর্তমানে যেহেতু হরিয়ানা রাজ্যে বীমা সখী যোজনা চালু হয়েছে তাই সেই রাজ্যের মহিলারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

PNB Bank Job Recruitment : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x