সম্প্রতি শেষ হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোট। এবারের লোকসভা ভোটে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কম সংখ্যক ভোটের জন্য এবার জয়যুক্ত হয়েছে এনডিএ জোট। এনডিএ জোট কম ভোট পাওয়ার প্রধান কারণ হল ভারতবর্ষের বেকারত্বের সংখ্যা বৃদ্ধি। তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সিংহাসনে নরেন্দ্র মোদি বসার পরেই বাজেট পেশ করার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। এবারের বাজেটে ভারতবর্ষের যুবকদের কর্মে নিযুক্ত করার বিষয়ে বেশি জোর দেয়া হয়েছে। Central Government announced for 4 crores Vacancies all over India
ভারতের বেকার সমস্যা দূর করতে এবারের বাজেটে (Union Budget 2024) একাধিক প্রস্তাবের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কর্মসংস্থানের লক্ষ্য পূরণ করার জন্য একদিকে যেমন দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়া হবে। অপরদিকে তেমন সাহায্য করা হবে ছোট ছোট স্টার্ট আপ সংস্থাকে। Central Government Will Recruit 4 crores New Vacancies
বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে কেন্দ্র সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ৪ কোটি কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। ৪ কোটি কর্মসংস্থানের লক্ষ্য পূরণের জন্য ছোট সংস্থাগুলিকে উৎসাহ দেওয়ার পাশাপাশি সেখানকার কর্মীদের ইপিএফ এ ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। যখন কোনো একজন কর্মী কোনও একটি ছোট সংস্থায় প্রথম কাজে ঢুকবেন তখন কর্মীদের একমাসের বেতন ও পিএফ দেবে সরকার। ৩ কিস্তির মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে কর্মীদের। Good News for job aspirants and unemployment
মহিলাদের কর্মে অংশগ্রহণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্র সরকার। মহিলা কর্মীদের থাকার জন্য শিল্পক্ষেত্র এবং আইটি হাবগুলিতে ওমেন হস্টেল এবং ক্রেশ তৈরি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিলা কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের জন্য ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এই ঋণের গ্যারান্টার হবে কেন্দ্র সরকার। বছরে প্রায় ২৫ হাজার জন ঋণ নিতে পারবে। MSME-র জন্য ঋণের পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে কেন্দ্র সরকার ২০ লক্ষ টাকা করে দিয়েছে। এর পাশাপাশি এক কোটি যুবক-যুবতীদের বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপ করানোর সুযোগ দেওয়া হবে। এই ইন্টার্নশিপ করার সময় তাদের ন্যূনতম ৫০০০ টাকা মাইনে দেওয়া হবে। Central Government Will Recruit for 4 crores
এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন সুবিধা আনা হয়েছে। বাংলার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ধাঁচে পড়ুয়াদের জন্য বিশেষ ঋণের ঘোষণা করেছে অর্থমন্ত্রী। এই প্রকল্পে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ পাবেন পড়াশোনা করবার জন্য। শিক্ষা এবং প্রশিক্ষণে জন্য ১.৪৮ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কেন্দ্র। Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you
This website uses cookies.