কেন্দ্র দিচ্ছে ফ্রী চাকরির ট্রেনিং! পাবেন মাসে মাসে ১০ হাজার টাকা – Central Government Internship Recruitment

Central government Internship recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, Work-Based Learning (WBL) তরফে ইন্টার্নশিপ মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে। রাজ্যের সকল চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ট্রেনিং চলাকালীন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে। এই ইন্টার্নশিপ শুরু হতে চলেছে আগামী জানুয়ারি মাস ২০২৫ তারিখে। তাই যে সকল চাকরিপ্রার্থী দীর্ঘদিন যাবত ভালো চাকরির বসে ছিলেন তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন।

আজকের প্রতিবেদনে Work-Based Learning (WBL) তরফে ইন্টার্নশিপ মাধ্যমে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হয়েছে।

central government internship recruitment

নিম্নলিখিত ক্ষেত্রে ইন্টার্নশিপ দেওয়া হবে:

  1. • কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
  2. • মেশিন লার্নিং (ML)
  3. • বিগ ডেটা অ্যানালিটিক্স (বিডিএ)
  4. • মেশিন ভিশন এবং রোবোটিক প্রসেস
  5. • অটোমেশন (RPA)
  6. • অগমেন্টেড রিয়েলিটি (AR)/ভার্চুয়াল রিয়েলিটি (VR)
  7. • ব্লকচেইন প্রযুক্তি
  8. • সাইবার নিরাপত্তা এবং সাইবার ফরেনসিক
  9. • আইওটি (ইন্টারনেট অফ থিংস)
  10. • এজ কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং কোয়ান্টাম
  11. • কম্পিউটিং
  12. • স্বাস্থ্য তথ্য
  13. • পুনর্নবীকরণযোগ্য শক্তি
  14. • সংযোজন উত্পাদন
  15. • স্মার্ট সিটি সলিউশন
  16. • পদার্থ বিজ্ঞান

পদের সংখ্যা:Central Government Internship Recruitment 

ইন্টার্নশিপ মাধ্যমে একাধিক ক্ষেত্রে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা ৭৭০ টি‌। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

মাসিক ভাতা:

Work-Based Learning (WBL) তরফে যে ইন্টার্নশিপ ব্যবস্থা করা হয়েছে, এই ট্রেনিং চলাকালীন চাকরিপ্রার্থীদের প্রতিমাসে ১০,০০০ টাকা ভাতা প্রদান করা হবে। এছাড়াও ট্রেনিং শেষে সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। তাই আকর্ষণীয় ভাতা পাশাপাশি প্রশিক্ষণ পেতে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করুন ‌

আবেদন যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা বাধ্যতামূলক যেমন – B.E./B.Tech, MCA, অথবা M.Sc ডিগ্রি। এই যোগ্যতা গুলি যাদের রয়েছে তারা একমাত্র আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

আবেদন পদ্ধতি:

অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য আবেদনকারী কে এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর চাকরিপ্রার্থীদের সামনে আবেদনের পেজ খুলবে। সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা নথিগুলি প্রদান করতে হবে। এভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সবশেষে ফাইনাল সাবমিট করার পর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে, এই মেরিট লিস্টে যারা এগিয়ে থাকবে তাদের পরবর্তীকালে ইন্টারভিউ জন্য ডাকা হবে।

Read More : রাজ্যে বিশ্ববিদ্যালয়ে JRF নিয়োগ, নিযুক্ত হলে পাবেন ৩৭,০০০ টাকা, এখনই আবেদন করুন

আবেদন সময়সীমা:

অনলাইনে আবেদন প্রক্রিয়া, গত ০১ লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তাই এখনো যে সকল চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তারা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন।

এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। ‌ আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে। এই লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। নোটিফিকেশনটি ডাউনলোড করার পর সেটিকে বিস্তারিত দেখে বুঝে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করবেন।

Official Notification : Download 

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x