Central Government Insurance Scheme: বছরে মাত্র ২০ টাকা বিনিয়োগ করে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার। হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন, এই প্রকল্পের অধীনে মাসে ২ টাকারও কম জমা করতে হবে। বছরে একবার ব্যাংকের শাখা থেকে আপনার এই টাকা কেটে নেওয়া হয়। এই প্রকল্পের অধীনে ভারতবর্ষের সকল নাগরিক আবেদন করতে পারবেন। তবে এই প্রকল্পটি মূলত সাধারণ গরিব মানুষদের জন্যই করা হয়েছে।
সাধারণ গরিব মানুষের অনিশ্চিত জীবনে কখন কি দুর্ঘটনা ঘটবে তা বলা মুশকিল। বড় দুর্ঘটনায় অঙ্গহানি অথবা প্রাণনাশের ফলে তার পরিবারকেও কষ্ট করতে হয়। তাই ভারত সরকার এই সমস্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা সূচনা করেছেন। এখানে বছরে মাত্র ২০ টাকার বিনিময়ে পেয়ে যাবেন দু’লক্ষ টাকার বীমা সুবিধা। যেহেতু এখানে 2 লক্ষ টাকা প্রদান করা হবে তাই সকলের কাছে দু লক্ষ টাকার বিমান নামে বেশি পরিচিত। নিম্নে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় আপনারা কি সুবিধা পাবেন, কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন প্রভৃতি তুলে ধরা হলো।
• ২ লক্ষ টাকার বিমা ( Central Government Insurance Scheme):
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ভারত সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে শুরু করেছিল। ভারতবর্ষের গরীব খেটে খাওয়া মানুষদের জন্য এই প্রকল্পটি। অনেক সময় দেখা যায় সাধারণ মানুষের জীবন বীমার করার সামর্থ্য না থাকায় অকাল মৃত্যু ঘটলে তার পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হয়। বিভিন্ন বীমা সংস্থা গুলিতে বীমা করার মতো সামর্থ্য না থাকায় গরিব মানুষগুলো বঞ্চিত। তাই ভারত সরকার এই সমস্ত মানুষগুলির জন্য প্রধানমন্ত্রীর সুরক্ষা বীমা যোজনা সূচনা করেছেন। এই বিমার মাধ্যমে বার্ষিক মাত্র ২০ টাকা জমা করে ২ লক্ষ টাকার সুবিধা পাবেন। সমগ্র ভারতবর্ষের জুড়ে প্রতিটি ব্যাংকের শাখায় প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কাজ পরিচালিত হয়ে থাকে। বর্তমানে দেশের অনেকেই এর সুবিধা পেয়েছেন।
• প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা:
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা মাধ্যমে বার্ষিক মাত্র ২০ টাকা জমা করে আবেদনকারী নিম্নলিখিত সুবিধা পাবেন-
- এই প্রকল্পে আবেদনকারী, দুর্ঘটনায় হঠাৎ মারা গেলে ব্যাংকের তরফ থেকে তার পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
- আবেদনকারীর দুর্ঘটনায় দুটি চোখ নষ্ট হলেও এই প্রকল্পের অধীনে আবেদনকারী দু লক্ষ টাকা পাবেন।
- আবেদনকারীর দুর্ঘটনা বসত দুটি পা অকেজ হয়ে গেলে ক্ষতিপূরণ হিসেবে বীমার অধীনে দু’লক্ষ টাকা দেওয়া হবে।
- এছাড়াও আবেদনকারীর যদি দুর্ঘটনায় একটি পা অথবা একটি হাত অকেজ হয়ে পড়ে তাহলে তার ক্ষতিপূরণ হিসেবে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অধীনে ১ লক্ষ টাকা প্রদান করা হবে।
Read More :WBPSC-র মাধ্যমে অবশেষে অফিসার নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন
• আবেদন পদ্ধতি:
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় অনলাইন অথবা অফলাইন উভয় মাধ্যমে আবেদনের সুযোগ রয়েছে। অনলাইনে আবেদনের জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট হলো https://www.jansuraksha.gov.in/ । অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আবেদনের ফরমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের ফরমের ভাষা বাছাই করতে হবে। এরপর ফর্মে উল্লেখিত সঠিক তথ্যগুলো পূরণ করতে হবে। আবেদন ফরমের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে। অফলাইনে আবেদন করতে হলে আপনাদের সরাসরি নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইট অথবা আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।
প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ অন্যান্য খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন 👇👇👇
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |