পশ্চিমবঙ্গে জেলা ভিত্তিক সরকারি ব্যাংকে কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – Central Bank Of India Recruitment

Central Bank Of India Recruitment : রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার রাজ্যের কয়েক জেলায় সরকারি ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই জেলাগুলিতে দেশের অন্যতম সরকারি ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কর্মী নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে।

central Bank Of India recruitment

যে পদে নিয়োগ করা হবে : 

এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে ক্ষেত্রে বিজনেস কারেস্পন্ডিং সুপারভাইজার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

 

বয়সসীমা : এক্ষেত্রে ফ্রেশার কিংবা অভিজ্ঞ অর্থাৎ রিটায়ার্ড রাও আবেদন জানাতে পারবেন। ফ্রেশারদের জন্য নূন্যতম ২১ বছর থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। অবসরপ্রাপ্তরা ৬৪ বছরের নিচে হলে আবেদন জানাতে পারবেন।

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য। এছাড়াও অবসরপ্রাপ্ত রা আবেদন জানাতে পারবেন। পাশাপাশি কম্পিউটার নলেজ থাকতে হবে।

 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন ফ্রেশার ও অবসরপ্রাপ্ত অনুযায়ী আলাদা আলাদা হবে। ফ্রেশার হিসেবে নিযুক্ত হলে মাসিক ১৫ হাজার টাকা এবং অবসরপ্রাপ্তদের মাসিক বেতন ১২ হাজার টাকা দেওয়া হবে।

বিষয়বস্তুবিস্তারিত তথ্য
পদের নামবিজনেস কারেস্পন্ডিং সুপারভাইজার
বয়সসীমাফ্রেশারদের জন্য: ২১ থেকে ৪৫ বছরঅবসরপ্রাপ্তদের জন্য: ৬৪ বছরের নিচে
শিক্ষাগত যোগ্যতাযেকোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ বা সমতুল্য, কম্পিউটার জ্ঞান আবশ্যক। অবসরপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন।
মাসিক বেতনফ্রেশার: ১৫,০০০ টাকা ও অবসরপ্রাপ্ত: ১২,০০০ টাকা
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ৩০ জানুয়ারি ২০২৫
অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিংকডাউনলোড করুন

WBNUJS-র মাধ্যমে মাসিক 50,000 বেতনে কর্মী নিয়োগ হচ্ছে, 23 জেলা থেকে সুযোগ –

আবেদন পদ্ধতি :

যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। এক্ষেত্রে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন পত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং পরে আবেদন পত্র ঠিকঠাক ভাবে পূরণ করে নিদিষ্ট ঠিকানায় নিদিষ্ট সময়ের আগে জমা করতে হবে।

 

আবেদন করার তারিখ সমূহ : এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিবেন –

Official Notification Download 
Official Website Click Here
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you