কানাডা ব্যাংকে ৩০০০ হাজার অ্যাপেন্টিস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করুন – Canara Bank Job Recruitment

Published by
Team JR

যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন যাবত ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। কারণ অবশেষে কানাড়া ব্যাংকের তরফে ৩ হাজার শুন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ১৮ই সেপ্টেম্বর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কানাড়া ব্যাংকে ৩০০০ পদে কর্মী নিয়োগ করা হবে। নারী-পুরুষ নির্বিশেষে সকল ভারতীয় নাগরিক এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তাই আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকলে এই সুযোগ একদম হাতছাড়া করবেন না। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, চাকরি প্রার্থীদের বাছাই প্রক্রিয়া, আবেদনের শেষ তারিখ প্রভৃতি বিস্তারিত আলোচনা করা হলো Canara Bank Job Recruitment

পদের নাম:
বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ চলছে। বিভিন্ন সেক্টরে নিয়োগের বিজ্ঞপ্তি নেই বললেই চলে। তবে একমাত্র ভারতীয় ব্যাংকগুলি তাদের নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে। তাই বছরে দুটি থেকে একটি ব্যাংককে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বর্তমানে কানাড়া ব্যাংকের তরফে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে Graduate Apprentice পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্য পদের সংখ্যা:
কানাড়া ব্যাংকের তরফে Graduate Apprentice পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, এখানে সর্বমোট শূন্য পদ রয়েছে ৩০০০ টি।

যোগ্যতা:
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন সম্পূর্ণ করে থাকতে হবে। তার পাশাপাশি সংবিধান স্বীকৃত ভারতবর্ষের ২২ টি আঞ্চলিক ভাষার মধ্যে একটি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে।

বয়স:
যেসকল চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স 20 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে রয়েছে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তবে সরকারের নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছার রয়েছে। যেমন SC/ST চাকরিপ্রার্থীদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় রয়েছে। OBC চাকরিপ্রার্থীদের তিন বছরের বয়সের ছার রয়েছে।

মাসিক বেতন:
চাকরির ট্রেনিং চলাকালীন চাকরিপ্রার্থীদের 15,000 টাকা করে মাসিক বেতন দেয়া হবে। এর পরবর্তীকালে জয়েনিং সময় কেন্দ্রীয় সরকারি পে লেবেল অনুযায়ী বেতনের পরিমাণ বাড়বে।

আবেদন পদ্ধতি:
এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলে সর্বপ্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট www.canarabank.com ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। ‌ সবশেষে প্রয়োজনের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এভাবেই আপনার কানাড়া ব্যাংকের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এছাড়া এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে এর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

প্রার্থী বাছাই প্রক্রিয়া:
প্রার্থী বাছাইয়ের জন্য সর্বপ্রথমে কম্পিউটার বেষ্ট অনলাইন টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় যে বিষয়গুলো থেকে প্রশ্নপত্র করা হবে তা হল general awareness, reasoning ability, and basic knowledge প্রভৃতি। এছাড়াও আপনাকে একটি আঞ্চলিক ভাষার দক্ষতা থাকতে হবে। কারণ ভারতবর্ষ হলো বৈচিত্র্যপূর্ণ দেশ এখানে এক অঞ্চলে একেক ভাষায় কথা বলে। তাই আপনি জব লোকেশন হিসেবে যে অঞ্চলটি বাছাই করবেন, সেই অঞ্চলের আঞ্চলিক ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে।

আবেদনের শেষ তারিখ:
১৮ই সেপ্টেম্বর কানাড়া ব্যাংকের অফিসের ওয়েবসাইট থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৪ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা চলবে আগামী ৪ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।

আমরা প্রতিনিয়ত এই পেইজে বিভিন্ন ধরনের চাকরির খবর সহ নানা ধরনের স্কিম ও ব্যবসা সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসি। প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে এবং উপরোক্ত বিভাগগুলিতে খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিবেন।নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হল –

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড লিঙ্ক 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

 

বাংলার চাকরি প্রার্থীদের জন্য আবারো আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড সংস্থা। যেখানে একাধিক শূন্য পদে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে উক্ত পদে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ তথা সকল ভারতীয় নাগরিক নারী পুরুষ নির্বিশেষে এই পদে আবেদনযোগ্য। আজকে আমাদের প্রতিবেদনে এয়ার ইন্ডিয়া সুপারভাইজার পদে যে কর্মী নিয়োগ করা হবে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিম্নে বিজ্ঞপ্তি সমন্ধিত বিস্তারিত তথ্য যেমন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদনের তারিখ প্রভৃতি তথ্যগুলো একে একে তুলে ধরা হলো। Airport Supervisor job recruitment

• এমপ্লয়মেন্ট নাম্বার:- AIESL/HR-HQ/2024/4779

• শূন্য পদ:– এয়ার ইন্ডিয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো ASSISTANT SUPERVISOR

• মোট শূন্যপদের সংখ্যা:– ASSISTANT SUPERVISOR পদে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ৭৩ টি।

• শিক্ষাগত যোগ্যতা:-
অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। তার পাশাপাশি BCAS অনুমোদিত AVSEC সার্টিফিকেট প্রয়োজন।

• মাসিক বেতন:-
উল্লেখিত শূন্য পদে নিয়োগের পর চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২৭,৯৪০ টাকা। পরবর্তীকালে বেতনের পরিমাণ ধাপে ধাপে বাড়তে থাকবে।

• বয়সসীমা:-
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত সকল নাগরিক এই পদের জন্য যোগ্য। তবে তপশিলি জাতি ও উপজাতির নাগরিক অতিরিক্ত ৫ বছরের বয়সের ছাড় পাবেন। ‌ অন্যদিকে ওবিসি চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছার পাবেন।

• আবেদন পদ্ধতি:-
এ আবেদন প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হয়। ‌ আবেদন পত্রটি ডাউনলোড করা হয়ে গেলে , সেটিকে ভালোভাবে পূরণ করতে হবে। আবেদন পত্রটি পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানো ঠিকানা নিচে দেওয়া রয়েছে।

• আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
এই নিয়োগ প্রক্রিয়ায় যে সকল চাকরি প্রার্থী আবেদনে ইচ্ছুক,‌ তাদের আবেদন পত্রটি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে-
Chief Human Resources Officer, AI Engineering Services Limited, Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurobindo Marg, New Delhi – 110003

• আবেদন তারিখ:-
আবেদন পক্ষে ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। ‌ তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা উক্ত তারিখের আগেই তাদের আবেদন পত্রটি পাঠাতে পারে।

• জব লোকেশন:-
এয়ার ইন্ডিয়ার সুপারভাইজার পদে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের যে স্থানগুলোতে জব লোকেশন দেওয়া হবে তা নিম্নলিখিত –
এয়ার ইন্ডিয়া দিল্লি, মুম্বাই, নাগপুর, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম প্রভৃতি ডিভিশন।
এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে এর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। নিম্নে এর অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

Official Notification : Download

x
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

Recent Posts

This website uses cookies.