পুঁজি ছাড়াই মাসে আয় হাজার হাজার টাকা, বেকারদের জন্য ঘরে বসে আয় করার সুযোগ -Business Idea

Business Idea : বর্তমানে অনলাইনে ইনকাম করা খুব সহজ। হাতে একটি স্মার্ট ফোন থাকলে ঘরে বসে তার সাহায্য প্রচুর টাকা রোজগার করা যায়। অনলাইনে ইনকামের প্রচুর সোর্স রয়েছে, আপনি আধুনিক যুগের হয়েও অনলাইনে ইনকাম করতে না পারলে বোকা নয় তো ইনকামের সোর্স অজানা। তবে আপনি এখনো অনলাইনের মাধ্যমে ঘরে বসে ইনকামের একাধিক সোর্স না জেনে থাকলে দুশ্চিন্তার কারণ নেই।

আজকের প্রতিবেদনে অনলাইনে টাকা রোজগারের একাধিক কার্যকারী উপায় বলতে চলেছি। উক্ত উপায় গুলির মধ্যে আপনার পছন্দমত ক্ষেত্রে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তাই আর ঘরে বসে না থেকে, সম্পূর্ণ বিনা পুঁজিতে উপার্জনের উপায় জানতে চাইলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

ব্লগিং:

ঘরে বসে অনলাইনে টাকা উপার্জনের অন্যতম সেরা মাধ্যম ব্লগিং। বর্তমানে ব্লগিং করে অনেকে প্রচুর টাকার মালিক হয়েছেন। তবে ব্লগিং করার ক্ষেত্রে আপনার লেখালেখির দক্ষতা থাকতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ রয়েছেন সেই বিষয়ে ব্লগিং করতে পারেন। ব্লগিং করার জন্য সর্বপ্রথমে আপনাকে ডোমেন এবং হোস্টিং ক্রয় করতে হবে। ন্যূনতম ৩ হাজার টাকার মধ্যেই আপনারা ডোমেন এবং হোস্টিং পেয়ে যাবেন। ডোমেন পাওয়ার পর আপনার ওয়েবসাইট টিকে সুন্দরভাবে সেটআপ করতে হবে।

এবার আপনার পছন্দের কনটেন্ট গুলো আপলোড দিতে হবে। প্রথমে অন্তত ১০০০ শব্দ বিশিষ্ট ৩০ টি কনটেন্ট আপলোড দিতে হবে। এরপর আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসা শুরু করবে তখন মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে হবে। তারপর একবার মনটাইজেশন অন হয়ে গেলে প্রতি মাসে মাসে মোটা অংকের অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন।

ইউটিউব:-

অনলাইনে উপার্জনের দ্বিতীয় মাধ্যমটি হলো ইউটিউব। আপনার ট্যালেন্ট রয়েছে এমন কিছু বিষয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিতে হবে। ‌ গান, নাচ, রান্না রেসিপি, ট্রাভেল ব্লগিং, এমন কি আপনার ডেইলি লাইভ শেয়ার করতে পারেন। ‌ আপনার ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইব এবং এর পাশাপাশি ভিডিও গুলিতে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ হলে মনিটাইজেশন অন হবে।

একবার মনিটাইজেশন অন হলে ভিডিও‌ গুলির ভিউজ অনুযায়ী রোজগার করতে পারবেন। প্রথমদিকে ইউটিউব এর ভিডিও গুলিতে ভিউজ কম হলে, আপনাকে অনবরত ভিডিও আপলোড দিতে হবে। ‌ আপনি চাইলে ইউটিউব ভিডিও গুলি আপনার একাধিক ফেসবুক গ্রুপ শেয়ার করতে পারেন। এছাড়াও আপনার whatsapp স্ট্যাটাস দিয়েও একাধিক ভিউজ পেতে পারেন। ‌এভাবেই ধীরে ধীরে আপনার চ্যানেলটি মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করবে।

ফেসবুক:-

অনলাইনে উপার্জনের তৃতীয় এবং সবথেকে সহজ পদ্ধতি হলো facebook। ভারতবর্ষের প্রায় সকলে ফেসবুক অ্যাপ ব্যবহার করে। তাই অন্যান্য স্যোশাল সাইটের তুলনায় ফেসবুকের ব্যবহার বেশি হয়। ফেসবুকে যদি আপনার পছন্দের কনটেন্ট ভিডিও আকারে আপলোড দিতে পারেন তাহলে সেখান থেকে পরবর্তীকালে রোজগার করতে পারবেন।

ইউটিউবের মতন ফেসবুকেও আপনার ৫০০০ ফলোয়ার্স এবং ওয়াচ টাইম এর প্রয়োজন রয়েছে। যা পূর্ণ হওয়ার পর মাসে মাসে মোটা অংকের অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন। ফেসবুকে আপনাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই রয়েছে তাই ফেসবুকে ভিডিও ভাইরাল করা অনেক সহজ। আপনি আপনার কনটেন্ট গুলি ফেসবুকে একাধিক গ্রুপ অথবা আপনার প্রিয়জনদের শেয়ার করতে পারেন। এভাবে ধীরে ধীরে আপনার ফলোয়ার এবং ভিউজ বাড়বে।

ফের স্বাস্থ্য দপ্তরে 5 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে ২৩ জেলা থেকে চাকরির সুযোগ – West Bengal Health Recruitment

পরিশেষে বলা যায় করোনা মহামারীর পরবর্তীকালে মানুষ ঘরে বসে অনলাইন এর মাধ্যমে উপার্জন করছে। অনলাইনে উপার্জন এর জন্য বিশেষ কিছু প্রয়োজন নেই। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে তার সাহায্যে আপনিও ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারবেন।

রাজ্যে SDO লেভেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করুন

উপরে উল্লেখিত অনলাইনে ইনকামের উপায় গুলি ছাড়াও আরো একাধিক পদ্ধতি রয়েছে। এছাড়া আপনার যদি কোন ছোটখাটো ব্যবসা থাকে, তাহলে সে ব্যবসার প্রোডাক্ট গুলি অনলাইন যথা-ফেসবুক, ইনস্টাগ্রাম এর মাধ্যমে বিক্রয় করতে পারবেন। এতে আপনার ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x

Leave a Comment