বেকারদের জন্য সুখবর! সামান্য পুঁজিতে অল্প দিনেই উপচে পড়া আয় -Business Idea With Small Investment

Published by
JR Team

সামান্য বিনিয়োগে উপচে পড়া আয়ের কৌশল:
বর্তমানে আমাদের রাজ্যতো বটেই গোটা দেশে চরম বেকারত্বের হাহাকার। ভুরি ভুরি ডিগ্রী তো রয়েছে তবে চাকরি নেই। স্বাধীনতার পরবর্তী সময়ে সবথেকে বড় বেকারত্বের হার চলছে আমাদের দেশে। যেহেতু আমাদের দেশ জনসংখ্যার দিক দিয়ে চীনকে হাপিয়ে গেছে। সেই কারণে এত জনসংখ্যার কর্মসংস্থান করে দেওয়া মুশকিল ব্যাপার। সেই কারণে বর্তমানে ভারত সরকার ক্ষুদ্র ও লঘু ব্যবসার প্রতি দেশের বেকার যুবক-যুবতীদের সব রকমের সহায়তা করছে। Business Idea with small investment

 

আর্থিক ঋণ থেকে শুরু করে সমস্ত ধরনের সরকারি সুযোগ-সুবিধা দিচ্ছে। ‌ তারপরেও বহু মানুষ টাকার অভাবে ভালো ব্যবসা শুরু করতে পারছেন না। তাই আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি নামমাত্র অল্প কিছু টাকায় একটি ব্যবসা শুরু করে কিভাবে আপনি প্রচুর টাকার মালিক হতে পারেন। এই ব্যবসায় আপনি প্রথম অবস্থায় মাত্র 4000 থেকে 5000 টাকায় শুরু করতে পারেন। পরবর্তীকালে আপনার ব্যবসায় যে লাভ হবে সেই লাভংশ থেকে ব্যবসা বাড়াতে পারেন। এভাবে ধীরে ধীরে আপনি বড় ধনবান ব্যক্তিতে পরিণত হবেন। Business Idea 

বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সোয়াপ করতে খুব পছন্দ করি। সে বিয়ে বাড়ি হোক অন্নপ্রাশন অথবা জন্মদিন। এছাড়াও বিভিন্ন পুজো পার্বন তো রয়েছে। তাই আজকে আমাদের প্রতিবেদনে যে ব্যবসাটি নিয়ে এসেছি সেটি হল বিভিন্ন অনুষ্ঠান ডেকোরেশনের ব্যবসা। এই ব্যবসায় আপনি মাত্র অল্প পুঁজিতে থার্মোকলের ফুল, শুকনো কাঠি, প্লাস্টিকের মালা, ফুল, চুমকি, রংবেরঙের কাগজ ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ডেকরেশন ব্যবসা শুরু করতে পারেন সহজেই। ইদানিং বিয়ে, অন্নপ্রাশন সহ নানা সামাজিক অনুষ্ঠানে এই ধরনের কাজের কদর খুব। শহর থেকে শুরু করে গ্রামীণ এলাকা গুলিতে বর্তমানে এই ধরনের কাজের পরিধি বাড়ছে। তাই আপনি যদি অল্প খরচে এই ব্যবসাটি বেছে নেন তাহলে আগামী দিনে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল।

এখন আপনি ভাবছেন অনুষ্ঠানের অর্ডার পাবেন কিভাবে? তাহলে আসুন আপনাকে সেই উপায় বলে দেই। আপনার এলাকায় পরিচিত লোকজনের বাড়িতে সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে। সেই কাজগুলো খুব অল্প খরচে ও সুন্দর ভাবে করতে পারলেই সেখান থেকে আপনার পরবর্তী অনুষ্ঠানের অর্ডার পেয়ে যাবেন। এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন facebook, instagram, You tube আপনার কাজের বিভিন্ন ছবি ও কন্টাক্ট নাম্বার দিয়ে শেয়ার করতে থাকবেন। সেখান থেকেও কারো যদি আপনার ডেকোরেশন পছন্দ হয় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে। এভাবেই আপনি অল্প বিনিয়োগের মাধ্যমে আপনার ব্যবসাটিকে ক্রমশ বাড়িয়ে নিতে পারবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

Recent Posts

This website uses cookies.