বর্তমান সময়ে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তাই সাধারণ মানুষের সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সংসার চালানোর পাশাপাশি প্রতিটি মানুষ চায় সামান্য কিছু বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে। অবসর যাপনের জন্য কোথায় বিনিয়োগ করা উচিত সেই নিয়ে মানুষের মনে চিন্তার শেষ নেই। পরিসংখ্যান থেকে জানা গেছে যে এই সকল প্রশ্ন মানুষ সার্চ করে গুগলে। তবে এর কোনো উত্তর হয় না। তবে বলা যায় যে অল্প বয়স থেকে কিছু কিছু করে বিনিয়োগ (Investment) করলে মোটা টাকা জমানো যেতে পারে। Business Idea With Small Investment
কর ও বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে মানুষের বিনিয়োগের উদ্দেশ্য সকল সময়ে স্পষ্ট থাকা দরকার। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে অবসর তহবিলে মোটা টাকা জমানোর জন্য লক্ষ্য এবং শৃঙ্খলা থাকাই সবথেকে ভালো। এবার সকলের মনেই প্রশ্ন আসবে যে অল্প বয়স থেকেই কেন বিনিয়োগ শুরু করার কথাই কেবলমাত্র বলা হয়? এর উত্তরে বলা যায় যে অল্প বয়স থেকে বিনিয়োগের কথা এই কারণেই বলা হয় যেখানে খুব সহজে বেশি সময় পাওয়া যায় এবং অল্প বিনিয়োগ করেও মোটা টাকা রিটার্ন (Return) পাওয়া যেতে পারে। যেমন ধরুন প্রতিদিন ১৫০ টাকা বিনিয়োগ করে ভবিষ্যতের কোটিপতি হওয়া যেতে পারে ।Business Idea With Small Investment
একটি উদাহরণের সাহায্যে বিষয়টি স্পষ্ট ভাবে বোঝানো যাক। এস আই পি( SIP) ক্যালকুলেটরের এর মাধ্যমে হিসাব করলে দেখা যায় যে কোনো ব্যক্তি যদি ২৫ বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করেন এবং ১৫০ টাকা অর্থাৎ মাসে ৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করেন তাহলে ৩২ বছর পর তিনি মোটা টাকা রিটার্ন (High Return) পাবেন। ৩২ বছরের তার বিনিয়োগের মোট পরিমাণ হবে ১৭ লক্ষ ২৮ হাজার টাকা। মিউচ্যুয়াল ফান্ডে কম্পাউন্ডিং এর সুবিধা পাওয়া যায় আর এই সুবিধার ফলে ১২ শতাংশ বার্ষিক সুদের হারে মেয়াদ শেষের রিটার্ন পাওয়া যায়। ১২ শতাংশ বার্ষিক সুদের হারে ১৭ লক্ষ ২৮ হাজার টাকা রিটার্ন হয়ে দাঁড়াবে ২,০২৯১,৮৩৭ টাকা। এইটা করার সঙ্গে যদি আবার স্টেপ আপ এসআইপি করা হয় তাহলে টাকা রিটার্ন এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে।Business Idea With Small Investment
রাজ্য সরকার দিচ্ছে একাউন্টে 10,000 টাকা , কীভাবে পাবেন? শর্ত কী? দেখেনিন বিস্তারিত -WB Govt Scheme
সেবি রেজিস্টার কর ও বিনিয়োগ বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কি জানিয়েছেন যে, “প্রতি বছর যদি ১০ শতাংশ হারে বিনিয়োগ বাড়াতে পারলে আকাশছোঁয়া রিটার্ন মিলবে। আরও কম সময়ের মধ্যে ২ কোটি টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী।“ এসআইপি ক্যালকুলেটর থেকে জানা যায় যে এসআইপিতে ১০ শতাংশ হারে স্টেপ আপ করলে ৩০ বছরের বিনিয়োগ কারীর সম্পদ ১২৪ শতাংশ বৃদ্ধি পাবে তাই পরিশেষে বলা যায় যে অবসর জীবনে আর্থিক সহায়তা পেতে এর থেকে ভালো কিছু আর নেই।
Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |