শেয়ারবাজারে বিনিয়োগ কার্যত ঝুঁকি সাপেক্ষ। তাই বহু মানুষেরাই সরাসরি শেয়ার বাজারের স্টকগুলোতে অর্থ বিনিয়োগ করতে চায়না। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান না তারা কম ঝুঁকিপূর্ণ এসআইপিতে সহজেই বিনিয়োগ করতে পারেন। সাধারণভাবে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়ে থাকে। এই বিনিয়োগটি করা হয় কিস্তির মাধ্যমে। যত বেশি সময় ধরে এসআইপিতে অর্থ বিনিয়োগ করা হবে তত ভালোভাবে চক্রবৃদ্ধি সুবিধা পাওয়া যাবে। Business Idea With Investment
আনুমানিকভাবে এসআইপির মাধ্যমে বছরে ১২ শতাংশ পর্যন্ত রিটার্নের সুযোগ রয়েছে। এই ১২ শতাংশ রিটার্ন কখনো বেড়ে ১৪ এবং ১৫% পর্যন্ত হয়ে যেতে পারে। এসআইপির ক্ষেত্রে যত দীর্ঘ সময় পাওয়া যাবে গ্রাহকরা তত লাভবান হবে। দীর্ঘমেয়াদী এসআইপির মাধ্যমে কখনো কখনো কোটি টাকা পর্যন্ত গ্রাহক লাভ করতে পারবেন।Business Idea With Investment
ভারতবর্ষের যে কোনো নাগরিক পাবলিক প্রফিডেন্ট ফান্ডেও বিনিয়োগ করতে পারবেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করলে ট্যাক্সেও ছাড় পাওয়া যায়। বহু যুগ থেকেই প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগ নিরাপদ বলেই জানা গিয়েছে। প্রভিডেন্ট ফান্ডেও চক্রবৃদ্ধির সুবিধা পাওয়া যায়।Business Idea With Investment
বর্তমান সময়ে পিপিএফে সুদ পাওয়া যাচ্ছে ৭.১ শতাংশ হারে। প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ১৫ বছরের জন্য বিনিয়োগ করা হয়। কিন্তু ৫-৫ বছর করে বাড়িয়ে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা যেতে পারে। কেউ যদি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে বছরের ৫ লক্ষ টাকা জমা করেন আর এই স্কিমটির মেয়াদ যদি ২৫ বছরের জন্য করা হয় সেক্ষেত্রে ওই গ্রাহকটি মেয়াদ শেষে কোটিপতি হবেন বলেই ধরে নেওয়া হয়।Business Idea With Investment
যে সমস্ত গ্রাহকরা চাকরি করেন তাদের বিনিয়োগের সব থেকে বড় বিকল্প হল এই ইপিএফ অ্যাকাউন্ট। এটি সাধারণত অবসর পরিকল্পনা। ইপিএফ অ্যাকাউন্টে জমানো টাকা মানুষের ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দান করে। এই ইপিএফ এর সুদ অন্যান্য সঞ্চয় প্রকল্পের সুদের থেকে অনেকটাই বেশি। বর্তমান সময়ে ৮.২৫ শতাংশ হারে ইপিএফে সুদ পাওয়া যায়। কোনো ব্যক্তির মূল বেতনের এবং মহার্ঘ ভাতার মাত্র ১২ শতাংশ এই ইপিএফ অ্যাকাউন্টে জমা রাখতে পারেন।Business Idea With Investment
ইপিএফও তাদের গ্রাহকদের ভিপিএফ বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেয়। ভিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগকারীরা তাদের বেতনের ১০০ শতাংশ বিনিয়োগ করতে পারবেন। ভিপিএফও পিএফএর মতই সুদ প্রদান করে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে গ্রাহকরা যদি দীর্ঘদিন ভিপিএফ অ্যাকাউন্টে তাদের অর্থ জমা করে তাহলে একসময় সে বড় সম্পদের অধিকারী হবে। Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.