আগেকার দিনে একে অপরের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ রক্ষা হতো। যার ফলে যোগাযোগে বেশ সময় লাগতো। এর পর এলো মোবাইল, এই মোবাইলের মাধ্যমে এক মুহূর্তেই একে অপরের সাথে যোগাযোগ সম্ভব। তবে বর্তমানে এই মোবাইল এর উন্নত নেটওয়ার্ক ও মাধ্যমে ঘরে বসেই গোটা বিশ্বের খবর পাওয়া যায়। তাই এর গুরুত্ব বহু বেড়ে গিয়েছে। করোনা মহামারী সময় মানুষ যখন ঘরে বন্দী হয়েছিল ঠিক সেই সময় মোবাইলের মাধ্যমে ঘরে বসেই অফিস, আদালত সহ একাধিক কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে মোবাইল এতটাই মানুষ কে আসক্ত করেছে যে মোবাইল ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারবে না। তাই বর্তমানে মানব জীবনের সাথে মোবাইল অতপ্রতভাবে জড়িয়ে পড়েছে।
বর্তমানে ভারতবর্ষের অন্যতম মোবাইল নেটওয়ার্ক গুলির মধ্যে হলো Jio, Airtel, BSNL, Vi । এই মোবাইল নেটওয়ার্ক গুলি বর্তমানে ভারতে প্রচলিত থাকলেও সব থেকে জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক টি হল Jio। তবে বর্তমানে ধীরে ধীরে এই জিও সিম কার্ড থেকে মানুষ সরে আসতে শুরু করেছে। কারণ বর্তমানে জিও ও এয়ারটেল নেটওয়ার্ক তাদের রিচার্জের মূল্য বাড়ি দিয়েছে। যার ফলে মানুষেরা jio ও airtel নেটওয়ার্ক থেকে সরে এসে BSNL দিকে যাচ্ছে। বিএসএনএল অল্প মূল্যে নতুন নতুন আকর্ষণীয় প্ল্যান চালু করেছে।
বন্ধুরা BSNL হলো একমাত্র ভারত সরকারের মোবাইল নেটওয়ার্ক। যার জনপ্রিয়তা বর্তমানে বাড়ছে। এই জনপ্রিয়তার অন্যতম কারণ অল্প মূল্যে BSNL আকর্ষণীয় অফার। যেখানে জিও, এয়ারটেল যে টাকায় ২৮ দিনের রিচার্জ প্ল্যান দেয়, ঠিক সেই একই টাকায় BSNL ২৮ দিনের পরিবর্তে ৪৫ দিনের রিচার্জ প্ল্যান দিচ্ছে। এছাড়াও এই প্লানে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ টি Sms এবং ৯০ Gb ডাটার সুবিধা। অর্থাৎ আপনারা দিনপ্রতি পেয়ে যাচ্ছেন দুই জিবি করে ইন্টারনেট সুবিধা।BSNL Recharge Offer
সুতরাং বর্তমানে যে কোন বেসরকারি টেলিকম সংস্থাগুলি ২০০ থেকে ২৫০ টাকায় যে ২৮ দিনের প্ল্যানের সুবিধা দিয়ে থাকে, সেখানে BSNL মত সরকারি মোবাইল নেটওয়ার্ক আপনাদের একই টাকায় ৪০ দিনের প্ল্যানের সুবিধা দিচ্ছে। তাই আর দেরি কিসের দ্রুত আপনারা আপনাদের নিকটবর্তী BSNL স্টলে গিয়ে একটি সিম ব্যবহার করে দেখতে পারেন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |