Breaking News for Indian Notes: কিছুদিন আগেই ভারত সরকার পুরনো নোট বাতিল করে নতুন নোট ছাপিয়ে ছিলেন। যার ফলে লম্বা লাইনে দাঁড়িয়ে পুরনো নোট বাতিল করতে সাধারণ মানুষ বেশ হয়রানির শিকার হয়েছে। বর্তমানে পুনরায় পুরনো নোট বাতিল করে বাজারে ৫০, ১০০ এবং ২০০ টাকার নতুন নোট আসতে চলেছে। এই খবর আসামাত্রই যাদের কাছে পুরনো ৫০, ১০০, ২০০ টাকার নোট রয়েছে তারা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। অনেকে চিন্তিত তাদের কষ্টের সঞ্চিত টাকা হঠাৎ বাতিল হয়ে গেলে আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। তাই আজকের প্রতিবেদনে ভারত সরকারের ৫০, ১০০, ২০০ টাকার নোট বাতিল সংক্রান্ত যে খবর উঠে এসেছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হয়েছে।
নিম্নে আজকের প্রতিবেদনে সত্যিই কি পুনরায় ৫০, ১০০, ২০০ টাকার নোট বাতিল হতে চলেছে? বাতিল হলে কবে থেকে তা কার্যকরী করা হবে? নোট বাতিল হওয়ার পর পুরনো নোট গুলির কি করা হবে? প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

সঞ্জয় মালহোত্রা আসলে কে?
সঞ্জয় মালহোত্রা হলেন আরবিআই নতুন গভর্নর। তিনি মূলত রাজস্থান রাজ্যের একজন বাসিন্দা। রাজস্থান থেকেই তিনি আইএএস অফিসার পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি বিষয়ে পড়াশোনা করেছেন। এর পরবর্তীকালে তিনি মালহোত্রা ফাইন্যান্স, ট্যাক্স এবং পাবলিক পলিসির মতো অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন।
আরবিআই গভর্নর হওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হতে চলেছে। আর তিনি গভর্নর হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো নোট বাতিল সংক্রান্ত এক জল্পনার সৃষ্টি হয়েছে। তাই যাদের কাছে পুরনো নোট রয়েছে তারা এক আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে।
DM অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB DM Office Notification Published
নতুন নোট প্রকাশ করবে আরবিআই:
আরবিআই (RBI) হল ভারতের কেন্দ্রীয় ব্যাংক, যার পূর্ণ রূপ হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটি ভারতের ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা এবং তত্ত্বাবধান করার জন্য দায়ী। আরবিআই ভারতের মুদ্রানীতি নির্ধারণ করে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করে। ১৯৩৫ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দফতর মুম্বাইয়ে অবস্থিত। শীঘ্রই নতুন আরবিআই গভর্নর পদে নিযুক্ত হতে চলেছে সঞ্জয় মালহোত্রা।
সঞ্জয় মালহোত্রা নিযুক্ত হবার পর নতুন নোট প্রকাশ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে সর্বত্রে। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী আরবিআই গভর্নর পদে নিযুক্ত হওয়ার পর সঞ্জয় মালহোত্রা পুরানো ৫০, ১০০, ২০০ টাকার নোট বাতিল করে নতুন নোট ছাপাতে চলেছে। তবে এই খবরটি পুরোপুরি সত্য নয়। আসলে, রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্বে কোনও নতুন গভর্নর এলে, তাঁর সাইন দিয়ে নতুন নোট প্রকাশ করা হয়। এটাই কেন্দ্রীয় এই ব্যাঙ্কের নিয়ম। তাই আরবিআই নতুন গভর্নরের পদে নিযুক্ত হবার পর রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিছু নতুন নোট ছাপতে চলছে। তবে এই নতুন নোট ছাপার ফলে আপনাদের পুরানো ৫০, ১০০, ২০০ টাকার নোট নিয়ে চিন্তা করবেন না।
রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, তড়িঘড়ি আবেদন করুন – WB Clerk Job Recruitment
আরবিআই নিশ্চিত করেছে যে পুরানো নোটগুলি এখনও বৈধ থাকবে এবং লেনদেনের জন্য ব্যবহার করা যেতে পারে। তাদের আইনি অবস্থার কোনও পরিবর্তন হবে না। আপনার পুরনো নোট নিয়ে অযথা দুশ্চিন্তার কোনো কারণ নেই, নোট বাতিল হওয়ার পরেও আপনারা পুরনো নোট দিয়ে লেনদেন চালিয়ে যেতে পারবেন।