আঁধার আপডেট নিয়ে সুখবর! বাড়ি বসে ১ মিনিটেই হবে আপডেট, দেখুন বিস্তারিত -Breaking News For Aadhaar Update

Breaking News For Aadhaar Update: আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করা অনিবার্য। অনেক সময় আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট না থাকার কারণে আধার কার্ড সংশোধন সংক্রান্ত বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে বর্তমানে আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করা খুব সহজ। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তাই যে সমস্ত নাগরিকের আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করার নেই তারা এই সুযোগেই তাদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডটি আপডেট করে নিন। Breaking News For Aadhaar Update

Breaking News For Aadhaar Update

বর্তমানে ভারতীয় নাগরিকদের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড সবথেকে বেশি প্রয়োজন। ব্যাংক থেকে শুরু করে অন্যান্য সকল কাজে আধার কার্ড সর্ব প্রথমে যাওয়া হয়। তাই আধার কার্ডে নাম, ঠিকানা থেকে শুরু করে ডেট অফ বার্থ সঠিক হওয়া আবশ্যিক। অনেক সময় দেখা যায় ভুলবশত আধার কার্ডে তথ্যে কিছু ভুল রয়েছে। এই তথ্য গুলি সংশোধন করতে পরবর্তীকালে হয়রানির শিকার হতে হয়।

 

এই সংশোধনের কাজ সম্পাদন করতে সর্বপ্রথম মোবাইল নাম্বার আপডেট করা প্রয়োজন। তাই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করা থাকলে ঘরে বসেই আপনারা আধার কার্ডের অন্যান্য যাবতীয় কাজ করতে পারবেন। বর্তমানে আধার কার্ডে‌ মোবাইল নাম্বার আপডেটের সুবর্ণ সুযোগ চলছে। এই সুযোগে আপনি অথবা আপনার পরিবারের কারো আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করা না থাকলে দ্রুত আপডেট করে নিন। নিম্নে আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেটের বিস্তারিত পদ্ধতি আলোচনা করা হলো।

বিষয়বিস্তারিত তথ্য
১. আধার সেবা কেন্দ্রে যাওয়াআপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seva Kendra) যেতে হবে। সেন্টার খুঁজে পেতে UIDAI ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
২. প্রয়োজনীয় কাগজপত্র সমূহ আধার নম্বর এবং প্রয়োজনীয় কাগজপত্র (যদি প্রয়োজন হয়) সঙ্গে নিয়ে আধার সেন্টারে পৌঁছাতে হবে।
৩. আবেদনপত্র পূরণআধার আপডেট/সংশোধন ফর্ম পূরণ করুন এবং ফর্মে নতুন মোবাইল নম্বর উল্লেখ করুন।
৪. বায়োমেট্রিক যাচাইআধার সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট (বায়োমেট্রিক) যাচাই করা হবে। এটি বাধ্যতামূলক।
৫. আবেদন ফি প্রদানমোবাইল নম্বর আপডেট করার জন্য ৫০ টাকা ফি প্রদান করতে হবে।
৬. আপডেট রশিদ সংগ্রহআপডেটের পর, একটি রশিদ (URN) দেওয়া হবে। এই রশিদ দিয়ে আপনি UIDAI ওয়েবসাইটে আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন।
৭. সময়সীমামোবাইল নাম্বার আপডেট সাধারণত ৫-৭ দিনের মধ্যে সম্পন্ন হয়, তবে কিছু ক্ষেত্রে ৯০ দিন পর্যন্ত সময় নিতে পারে।
৮. অনলাইন অপশনবর্তমানে, আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট শুধুমাত্র অফলাইনে, আধার সেবা কেন্দ্রে সম্ভব। অনলাইন মাধ্যমে আপডেট করা যায় না।
৯. সহায়তার জন্যযদি আরও সহায়তার প্রয়োজন হয়, UIDAI হেল্পলাইন 1947 অথবা অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন।

রাজ্যে সরকারি অফিসে Attendant পদে চাকরির বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে সুযোগ! 23 জেলা থেকে আবেদন করুন

১. সর্ব প্রথমে আপনাকে নিকটস্থ আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার পরিষেবা কেন্দ্র / Aadhaar Seva Kendra ভিজিট করতে হবে। আপনার নিকটবর্তী আধার সেন্টার খুঁজে পেতে (https://uidai.gov.in/) সাহায্য নিতে পারেন।

২. আধার সেন্টার পাওয়ার পর প্রয়োজনীয় নথি পত্র সমেত আপনার নিকটস্থ আধার সেবা কেন্দ্রে উপস্থিত হতে হবে। সেখানে আধার নম্বর এবং সংশ্লিষ্ট কাগজপত্র (যদি প্রয়োজন হয়) সহ আপনার মোবাইল নম্বর আপডেটের জন্য আবেদন করতে হবে।

৩. আধার আপডেট/সংশোধন ফর্মে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ আবেদন পত্রটি পূরণ করতে হবে। আবেদনফর্মে উল্লেখিত স্থানে আপডেটের জন্য নতুন মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

৪. এরপর আধার সেন্টারে আপনার ফিঙ্গারপ্রিন্ট (বায়োমেট্রিক) যাচাই করা হবে। এটি বাধ্যতামূলক।

৫. আধার সেন্টারে আপনার মোবাইল নম্বর আপডেট করার জন্য ৫০ টাকা ফি প্রয়োজন।

৬. মোবাইল নাম্বার আপডেট শেষে, আপডেটের রসিদে (URN) প্রদান করা হবে। এই রশিদ দিয়ে পরবর্তীকালে UIDAI ওয়েবসাইটে গিয়ে আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন।

৭. আপডেটটি সাধারণত ৫-৭ দিবসের মধ্যে সম্পন্ন হয়, তবে কোন কোন ক্ষেত্রে আপডেটের প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৯০ দিন পর্যন্ত সময় নিতে পারে।

অনলাইন মোবাইল নম্বর আপডেট সম্ভব নয়, বর্তমানে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট শুধুমাত্র অফলাইন মাধ্যমে আধার সেবা কেন্দ্রে করা যায়। এছাড়াও যদি আপনার আরও সহায়তার প্রয়োজন হয়, UIDAI এর হেল্পলাইন 1947 বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পেতে পারেন।

MMRCL মেট্রোরেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন যোগ্যতা, নিয়োগ সম্পর্কে বিস্তারিত

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন 

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you