BECIL সংস্থায় ডাটা এন্ট্রি সহ 74 ধরনের পদে কয়েকশো কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন – Data Entry Operator Job Recruitment

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড (BECIL) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড একাধিক কর্ম সম্পাদনের জন্য সহকারী প্রকৌশলী (সিভিল), চিফ ডায়েটিশিয়ান, ডিইও, জুনিয়র টেকনিশিয়ান, ল্যাব অ্যাটেনডেন্ট গ্র. II, স্টোর কিপার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৪০৭ টি। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা- শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদন কবে শুরু হয়েছে এবং কত দিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

becil

পদের নাম:

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড (BECIL) তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

  1. সহকারী প্রকৌশলী (শীতাতপ নিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশন)2
  2. সহকারী প্রকৌশলী (সিভিল)2
  3. সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)2
  4. সহকারী নিরাপত্তা কর্মকর্তা1
  5. সহকারী স্টোর অফিসার3
  6. বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার1
  7. প্রধান ডায়েটিশিয়ান1
  8. প্রধান মেডিকেল রেকর্ড অফিসার1
  9. প্রধান মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার1
  10. প্রধান নার্সিং অফিসার1
  11. প্রধান ফার্মাসিস্ট1
  12. শিশু মনোবিজ্ঞানী1
  13. কোডিং ক্লার্ক1
  14. CSSD অফিসার1
  15. CSSD সুপারভাইজার1
  16. DEO83
  17. ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট10
  18. ডায়েটিশিয়ান7
  19. ডিসপেন্সিং অ্যাটেনডেন্ট3
  20. ডিসেকশন হল অ্যাটেনডেন্ট2
  21. মরচুয়ারি অ্যাসিস্ট্যান্ট2
  22. ড্রাইভার (সাধারণ গ্রেড)5
  23. ড্রাইভার গ্রেড II1
  24. ইলেকট্রিশিয়ান6
  25. এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (এসি এবং আর)1
  26. ফোরম্যান (শীতাতপ নিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশন)2
  27. গ্যাস/পাম্প মেকানিক2
  28. স্বাস্থ্য শিক্ষক (সামাজিক মনোবিজ্ঞানী)1
  29. জুনিয়র ইঞ্জিনিয়ার (শীতাতপ নিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশন)2
  30. জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)3
  31. জুনিয়র ইঞ্জিনিয়ার (বৈদ্যুতিক)2
  32. জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার (রিসেপশনিস্ট)3
  33. জুনিয়র টেকনিশিয়ান80
  34. ল্যাব অ্যাটেনডেন্ট গ্র্যাজুয়েট II30
  35. লন্ড্রি ম্যানেজার1
  36. আইন সহকারী1
  37. লাইব্রেরিয়ান গ্রেড I1
  38. লাইব্রেরিয়ান গ্রেড III3
  39. ম্যানেজার/সুপারভাইজার/গ্যাস অফিসার2
  40. ম্যানিফোল্ড রুম অ্যাটেনডেন্ট1
  41. মেকানিক (এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশন)2
  42. মেকানিক (ই এবং এম)2
  43. মেডিকেল রেকর্ড অফিসার2
  44. মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান8
  45. মেডিকো সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড I4
  46. মেডিকো সোশ্যাল ওয়ার্কার2
  47. মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (ফিজিওথেরাপিস্ট)3
  48. অকুপেশনাল থেরাপিস্ট2
  49. অপারেটর (ই এবং এম)/লিফট অপারেটর6
  50. PACS অ্যাডমিনিস্ট্রেটর1
  51. ফার্মাসিস্ট গ্রেড I5
  52. ফার্মাসিস্ট গ্রেড II5
  53. ফিজিওথেরাপিস্ট1
  54. প্রাইভেট সেক্রেটারি9
  55. মনোরোগ বিশেষজ্ঞ সমাজকর্মী2
  56. জনস্বাস্থ্য নার্স1
  57. স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড II5
  58. স্যানিটেশন অফিসার1
  59. সিনিয়র ডায়েটিশিয়ান (ফুড ম্যানেজার)2
  60. সিনিয়র হিন্দি অফিসার1সিনিয়র মেকানিক (এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশন2
  61. সিনিয়র অপারেটর (ই এবং এম)2
  62. সিনিয়র প্লাম্বার3
  63. সিনিয়র স্যানিটেশন অফিসার1
  64. স্টোর কিপার10
  65. স্টোর কিপার-কাম-ক্লার30
  66. স্টোরস অফিসার2
  67. তত্ত্বাবধায়ক চিকিৎসা সমাজসেবা কর্মকর্তা1
  68. টেকনিক্যাল অফিসার (টেকনিক্যাল সুপারভাইজার) (ল্যাব)10
  69. ট্রান্সপোর্ট সুপারভাইজার1
  70. জুনিয়র রিসার্চ অফিসার (অ্যাডমিন)1
  71. জুনিয়র রিসার্চ অফিসার (অর্থ)1
  72. জুনিয়র রিসার্চ অফিসার (স্টোর এবং প্রকিউরমেন্ট)1
  73. পরিসংখ্যানবিদ1
  74. গ্রাফিক ডিজাইনার1
  75. ড্রেসার

মোট শূন্য পদ:

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড (BECIL) তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ৪০৭ টি। তবে পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

মাধ্যমিক পাশে 22 হাজার কর্মী নিয়োগ পোস্ট অফিসে, এখনই আবেদন করে ফেলুন – India Post Job Recruitment 2025

বয়স সীমা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছার পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের শূন্য পদ অনুযায়ী ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। কিছু পদে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। আবার কিছু পদে আবেদনের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ে গ্যাজুয়েশন সম্পূর্ণ করতে হবে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিশিয়াল নোটিফিকেশন লিংক দেওয়া রয়েছে সেখানে পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ রয়েছে।

২০২২ প্রাইমারি নিয়োগ কোনদিকে? ২০২৩ সালের ফলাফল কোন পর্যায়ে? বিরাট আপডেট – WBBPE TET Recruitment Update 2025

আবেদন পদ্ধতি:

অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে সেটিকে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে সেটিকে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য সাধারণ চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫৯০ টাকা প্রদান করতে হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ২৯৫ টাকা প্রদান করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে। তাই যে সমস্ত চাকরি প্রার্থীদের দ্রুত চাকরির প্রয়োজন রয়েছে তারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে চাকরি পেতে পারেন।

আবেদন তারিখ:

আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে, তাই আগ্রহী চাকরি প্রার্থীরা দ্রুত আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৫।

Official Notification Download 
Official Website Click Here

Leave a Comment