Bank Of Baroda Office Assistant Recruitment : ব্যাংকে চাকরির দারুণ সুযোগ, এখনই আবেদন করুন

Bank Of Baroda Office Assistant Recruitment : ব্যাঙ্ক অফ বরোদা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। শূন্য পদের নাম হল অফিস অ্যাসিস্ট্যান্ট পদ। মাসিক বেতন রয়েছে ২০,০০০ টাকা। তাই যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন যাবত ব্যাংকের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন করতে পারেন। অন্যান্য ক্ষেত্রের তুলনা ব্যাংকে চাকরি অনেকটা সহজলভ্য। তাছাড়াও ব্যাংকের বছরের দুবার থেকে তিনবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অন্য চাকরির ক্ষেত্র গুলিতে বছরের পর বছর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না, যার ফলে চাকরিপ্রার্থীরা হীনমন্যতায় ভুগে থাকেন।

চাকরির প্রস্তুতির জন্য ঠিক আগ্রহ পান না। তবে ব্যাংকে চাকরির ক্ষেত্রে যেহেতু প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে তাই আপনারা ব্যাংকে চাকরির সুযোগ নিতে পারেন। আজকের প্রতিবেদনে ব্যাঙ্ক অফ বরোদয় অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আবেদনের পূর্বে আপনারা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। Bank Of Baroda Office Assistant Recruitment

Bank Of Baroda Office Assistant Recruitment

∆পদের নাম:

ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল অফিস অ্যাসিস্ট্যান্ট (Office Assistant) পদ।

∆বয়স সীমা:

অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের নূন্যতম বয়স ২২ বছর হতে হবে। ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন যোগ্য। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে।

∆মাসিক বেতন:

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ২০,০০০ টাকা। এছাড়াও পরবর্তীকালে অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

∆শিক্ষাগত যোগ্যতা:

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্যাজুয়েশন সম্পন্ন করে থাকতে হবে।(BSW/BA/B.Com or equivalent) গ্রাজুয়েশন এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের বেসিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে ব্যাংকের লোকেশন অনুযায়ী লোকাল ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে।

Recruitment BankBank Of Baroda
Name of The PostOffice Assistant
Age LimitAge 20 Year to 40 Years
Eligibility CriteriaGraduate
Application ProcessOffline
Last Date Of Application30 November 2024

∆আবেদন পদ্ধতি:

অফলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে আবেদন পত্রটিকে সুন্দরভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় সরাসরি আপনি গিয়ে অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো-
the Regional Head, Regional Office (Prayagraj-II), Baroda Bhawan, 1st Floor, Plot No. CP-01, Dev Prayagam Awas Yojana, Jhalwa, Prayagraj, 211011

∆প্রার্থী বাছাই প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে সর্ব প্রথমে একটি লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পরবর্তীকাল কালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। সবশেষে মেরিট লিস্ট যারা এগিয়ে থাকবেন তাদের নিয়োগ পত্র দেওয়া হবে।

∆গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ পর্ব শুরু হয়ে গেছে, যারা এখনো আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তারা আগামী ইংরেজি ‌৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে পারবেন।
এছাড়াও এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন। আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া রয়েছে। সেই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

Official Notification : Download

Application Form : Download

প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন 👇👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"