HS পাশে এয়ারপোর্টে বিপুল কর্মী নিয়োগ, 18 বছর বয়স হলেই দারুণ সুযোগ – Airport Trainee Job Recruitment

Airport Trainee Job Recruitment : উচ্চ মাধ্যমিক পাস (HS) যোগ্যতায় এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এয়ার ইন্ডিয়া দপ্তরের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় Trainee AME পদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আবেদনকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে? আবেদনের কি কি যোগ্যতা চাওয়া হয়েছে? আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ পদ্ধতি? আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন নাগাত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে যাচাই-বাছার মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

Airport trainee job recruitment

পদের নাম: Airport Trainee Job Recruitment

এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল Trainee AME পদ। আগ্রহী চাকরি প্রার্থীরা পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে পাবেন।

বয়স সীমা:

এয়ার ইন্ডিয়া Trainee AME পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে সকল যোগ্য চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

মাসিক বেতন:

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের এয়ার ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী মাসিক বেতন নির্ধারিত রয়েছে। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন প্রদান করা হবে তবে কত কি বেতন প্রদান করা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

রাজ্যে সরকারি প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করে ফেলুন – WB Government Scheme Job Recruitment

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে তার সঙ্গে অবশ্যই নির্দিষ্ট কাজের উপরে অভিজ্ঞতা থাকতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

Recruitment CompanyAir India Limited
Post NameTrainee AME
QualificationHigher Secondary
Age LimitMinimum 18 Years
Application ModeOnline

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন চলাকালীন আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরবর্তীকালে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের বেশ কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে। যথা –

  • জন্ম তারিখের প্রমাণপত্র,
  • আইডি প্রুফ,
  • জাতিগত সংশয় পত্র,
  • শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট,
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোকপি প্রভৃতি।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বাঁচার ক্ষেত্রে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা এগিয়ে থাকবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

রাজ্যে BDO অফিসে শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, এখনই আবেদন করে ফেলুন – WB BDO Office Accountant Recruitment

আবেদনের তারিখ:

এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগের অনলাইনে আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজির ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। তাই এখনো যারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তারা যথাসময়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। চাকরি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। নিম্নে বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে।

Official NotificationDownload
Official WebsiteClick Here

For Daily Updates, Join With Us 👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"