LATEST JOB

আঁধার দপ্তরে স্টাফ নিয়োগের ফের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ, ছেলে ও মেয়ে সকলে আবেদন করুন – Aadhaar Department Job Recruitment

Published by
Team JR

Aadhaar Department Job Recruitment : Unique Identification Authority of India (UIDAI) হলো ভারতের একটি সরকারি সংস্থা, যা আধার নামক বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক পরিচয় প্রমাণ ব্যবস্থা পরিচালনা করে। UIDAI প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে, ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে। এটি আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন কর্মকান্ডেশন যুক্ত। এই সংস্থা আধার কার্ড সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য প্রচুর কর্মী নিয়োগ করে থাকে।তাই বর্তমানে এমনই এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। রাজ্যের সকল চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো। ‌তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন। আবেদনের পূর্বে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

পদের নাম: Aadhaar Department Job Recruitment

UIDAI কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে নিম্নলিখিত দুটি পদে কর্মী নিয়োগ করা হবে, যথা –

• Assistant Account Officer

• Assistant Section Officer

মোট শূন্য পদের সংখ্যা:

UIDAI তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট শূন্য পদ রয়েছে ০৩ টি। এরমধ্যে Assistant Account Officer পদে শূন্য পদের সংখ্যা ০১ টি এবং Assistant Section Officer পদে শূন্য পদের সংখ্যা ০২ টি।

বয়স সীমা:

এই নিয়োগ প্রক্রিয়ায় সকল প্রাপ্তবয়স্ক চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছার রয়েছে।

মাসিক বেতন:

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম বেতন ৪৭,৬০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৫১,১০০ টাকা দেওয়া হবে। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা আকর্ষণীয় বেতন কাঠামো যুক্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা:

UIDAI নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত/ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। এর পাশাপাশি এই চাকরি প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের নিয়মিত পরিষেবা প্রদান করতে হবে।

আবেদন পদ্ধতি:

অফলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদন পত্র ডাউনলোড করার পর সেটিকে সুন্দরভাবে পূরণ করতে হবে। আবেদন পত্রটি পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে, নিম্নলিখিত ঠিকানায় জমা করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের, আবেদন পত্রটি পূরণের পর নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।
Director (HR),
Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor,
MTNL Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai – 400005

শেষ তারিখ:

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই এখনো আবেদন প্রক্রিয়া যারা অংশগ্রহণ করতে পারেনি তারা আগামী ইংরেজি ০৬ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে।

UIDAI-এর প্রধান কাজ:

১. ভারতীয় নাগরিকদের জন্য একটি অনন্য ১২ সংখ্যার পরিচিতি নম্বর প্রদান করা।

২. নাগরিকদের আঙুলের ছাপ (fingerprint), চোখের আইরিস স্ক্যান এবং ডেমোগ্রাফিক তথ্য সংরক্ষণ করা।

৩. আধার তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় রাখা।

৪. বিভিন্ন সরকারি এবং বেসরকারি পরিষেবার সঙ্গে আধারকে সংযুক্ত করা, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, মোবাইল নম্বর ইত্যাদি।

রাজ্য পঞ্চায়েত দপ্তরে 6652 জন কর্মী নিয়োগ, অনলাইন রেজিষ্ট্রেশন করুন এখনই – WB Gram Panchayet Staff Recruitment

এছাড়াও এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। নিম্নে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে বিস্তারিত যাচাই-বাছাই করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

Official Notification : Download 

আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের প্রকল্পের খবর ও বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে আসি। সবার আগে আপডেট থাকতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন 👇👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
Share
Published by
Team JR

Recent Posts

This website uses cookies.