মা দূর্গা দীর্ঘ এক বছর পর শশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এসেছেন। সেই খুশিতে আপামর বাঙালি মেতে উঠেছে। আজ চতুর্থী, দুদিন বাদে ষষ্ঠী। মূলত ষষ্ঠীর দিন থেকেই দুর্গাপুজোর সূচনা। পুজো উপলক্ষে পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে রাজ্য সরকারি কর্মচারীরা টানা ছুটি পেয়ে থাকেন। অনেকে কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, পুজোতে তারাও বাড়ি ফিরে আসেন। পরিবার নিয়ে আনন্দে মেতে উঠে পূজোর কয়দিন। WB Govt Employees Update
এবার তাদের সেই আনন্দকে দ্বিগুণ করে দিতে উপহারের ঝুলি খুলে দিল রাজ্য সরকার। উৎসবের প্রাক মুহুর্তে সরকারি কর্মীদের জন্য বড়সড় অনুদানের ঘোষণা করল। এই ঘোষণা অনুযায়ী সরকারি কর্মীদের পূজোর বোনাস হিসেবে ৬,০০০ টাকা দেওয়া হবে। তাই যারা এখনো সরকারি বোনাসের টাকা পাননি তাদের আগামী সোমবার থেকে মঙ্গলবার এর মধ্যে সম্পূর্ণ বোনাসের টাকা ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। WB Govt Employees Update
∆ কাদের এবং কত পরিমাণ বোনাস দেওয়া হবে:
সরকারি কর্মচারীদের পদ অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট বোনাস দেওয়া হয়। তবে এই বছর পুজোর প্রাক মুহূর্তে রাজ্য সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই বছর রাজ্য পরিবহণ দপ্তরের বাসের ড্রাইভার, কন্ডাক্টর থেকে শুরু করে, জলসাথী বা দফতরের কর্মীদের ৬ হাজার টাকা বোনাস দেওয়া হবে। ঘোষণার পর থেকেই ভীষণভাবে সারা ফেলেছে। ইতিমধ্যে অনেকে বোনাসের টাকা পেতে শুরু করেছে। তাই পরিবহন দপ্তরের অধীনে কর্মরত সকলেই এই টাকা পাবেন। যারা এখনো টাকা পাননি তাদের আগামীকাল সোমবার অথবা পরশু মঙ্গলবার মধ্যে বোনাসের টাকা ঢুকে যাবে।
মহিলারা পাবেন ১০ হাজার টাকা! মোদির জন্মদিনের দেশবাসীর জন্য দারুণ উপহার – Central Government Scheme
∆ বোনাস সম্পর্কে কুনাল ঘোষের বক্তব্য:
গত শনিবার সকালেই পরিবহন দফতরের তরফে কর্মীদের জন্য এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিবহন দপ্তরে কর্মরত কর্মীরা যেহেতু বছরের সবটা সময় ধরে সাধারণ মানুষকে পরিবহন সেবা প্রদান করেন, তাই বিশেষ দিনে তারা যাতে পরিবার-পরিজনের সাথে আনন্দের মুহূর্ত গুলোকে ভাগ করে নিতে পারেন তার জন্য অতিরিক্ত বোনাসের ব্যবস্থা করেছেন রাজ্য সরকার। তবে শনিবার বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও কি পরিমাণে বোনাস দেওয়া হবে তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল,তা বর্তমানে অনেকটা স্পষ্ট।এদিকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর কুণাল ঘোষ সমাজমাধ্যমে লেখেন, সরকারি পরিবহন বিভাগের কর্মীদের পুজোর এককালীন অনুদান ৬০০০ টাকা। দেওয়া হবে এর কোনো বিভ্রান্তির অবকাশ নেই।’ যেহেতু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে রাজ্য পরিবহন সংস্থা ঘোষণা করেছেন তাহলে অবশ্যই প্রদান করা হবে।
বোনাস সম্পর্কে মাননীয় মূখ্যমন্ত্রীর মতামত :
পরিশেষে বলা যায় আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী, সর্ব স্তরের মানুষের কথা চিন্তা করেন। তাই একাধিক সময় একাধিক প্রকল্পের মাধ্যমে সরকার কর্মচারীদের খুশি রাখার চেষ্টা করেন। পরিবহন যত উন্নত হবে একটি রাজ্যের বিকাশ তত দ্রুত হবে। এই পরিবহণ ব্যবস্থার মূলে রয়েছে কর্মচারীগণ, তাই বছরের বিশেষ দিনে তাদের একটু খুশি করার চেষ্টা যাতে আগামীতে আরো সুন্দরভাবে পরিষেবা প্রদান করতে পারে।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
ভারতীয় রেল দেশের বৃহত্তম পরিবহন সংস্থা। যার মাধ্যমে দেশের সাধারণ জনগণ অল্প খরচে পরিবহনের সুবিধা উপভোগ করে থাকে। রেল পরিবহনকে সুষ্ঠুভাবে পরিচালনার করতে প্রচুর কর্মীর প্রয়োজন। সে কারণে প্রতিবছর ভারতীয় রেলে হাজার হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। বর্তমানে RRB NTPC তরফে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কয়েক হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সকল ভারতীয় নাগরিক নারী-পুরুষ নির্বিশেষে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। Railway Job Recruitment
∆শূন্য পদের নাম:
ভারতীয় রেলের নন টেকনিক্যাল মূলত তিনটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদ গুলির যথাক্রমে- কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম মুদ্রাক্ষরিক, ট্রেন ক্লার্ক পদ।
∆মোট শূন্য পদের সংখ্যা:
ভারতীয় রেলের RRB NTPC বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় কোন পদে কি শূন্য পদ রয়েছে তার বিস্তারিত বিবরণ উল্লেখ করা হলো –
•কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক – ২০২২ পদ
•অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট – ৩৬১ পদ
•জুনিয়র ক্লার্ক কাম মুদ্রাক্ষরিক – ৯৯০টি পদ
•ট্রেন ক্লার্ক – ৭২টি পদ
∆আবেদন যোগ্যতা:
আগ্রহী চাকরিপ্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণে জন্য ITI অথবা পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের প্রয়োজন নেই। কোন স্বীকৃত বিদ্যালয় থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই সকল চাকরি প্রার্থীরা আবেদনে অংশগ্রহণ করতে পারবেন।
∆আবেদন পদ্ধতি:
আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ হবে। তার জন্য আবেদনকারী কে সর্বপ্রথমে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in- ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলাকালীন আবেদনকারীকে একটি লগইন পাসওয়ার্ড তৈরি করতে হবে। পরবর্তীকালে এই রেজিস্ট্রেশন নাম্বার ও লগইন পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করলে, আবেদনকারীর সামনে একটি আবেদনের পেজ খুলে যাবে। আবেদন পত্রের উল্লেখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। আবেদন চলাকালীন আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, জাতিগত সংশয় পত্র ইত্যাদি নথিপত্র গুলো আপলোড দিতে হবে। সবশেষে আবেদন ফি জমা করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
∆আবেদন ফি:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে নেওয়া হবে ৫০০ টাকা। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী যথা- SC, ST, প্রাক্তন সৈনিক, মহিলা, PwBD, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু প্রভৃতি আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে প্রয়োজন ২৫০ টাকা। আবেদনকালীন টাকা লাগলেও পরবর্তীকালে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে, চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য পুনরায় ভারতীয় রেলের তরফে ফেরত দিয়ে দেওয়া হবে।
রাজ্যে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন – WB Job Recruitment
পুজোয় মূখ্যমন্ত্রীর দারুণ ঘোষণা! রাজ্যবাসী পাবেন লক্ষাধিক টাকা, দেখুন বিস্তারিত -WB Govt Scheme
প্রার্থী বাছাই প্রক্রিয়া:
ভারতীয় রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বাছাই ক্ষেত্রে সর্ব প্রথমে কম্পিউটার ভিত্তিক CBT-1 টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে CBT-2 টেস্টের জন্য ডাকা হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনকারীদের নিয়োগপত্র দেওয়া হবে।
∆আবেদন শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে চলবে আগামী ২০ অক্টোবর ২০২৪ পর্যন্ত। এছাড়াও আবেদন ফি জমা দেওয়ার তারিখ রয়েছে ২৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।
Official Website | Click Now |
Online Application | Click Now |