মাত্র ৩ টাকার বিনিময়ে পেয়ে যাবেন ৩০০ দিনের ভ্যালিডিটি রিচার্জ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন, এই আকর্ষণীয় অফারটি দিচ্ছেন একমাত্র ভারতীয় সরকারি টেলিকম সংস্থা BSNL তরফ থেকে। গোটা দেশ জুড়ে ইতিমধ্যে এই প্ল্যানটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। যার ফলে গ্রাহকেরা ভিড় করেছে লোকালয়ের BSNL স্টোর গুলিতে। আপনি যদি মাত্র ৩ টাকার বিনিময়ে এই সুবিধা নিতে চান তাহলে বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে BSNL মাত্র ৩ টাকার বিনিময়ে ৩০ দিনের ভ্যালিডিটি সম্পূর্ণ প্লান নিয়ে আলোচনা করতে চলেছি।BSNL Offer for Indian
গত জুলাই মাস থেকে ৩০ থেকে ৪০ শতাংশ রিচার্জের দাম বাড়িয়েছে জিও, এয়ারটেল, ভি। যার ফলে সাধারণ মানুষ তো বটে দেশের সর্বস্তরের মানুষের মধ্যেই একটি অতিরিক্ত মোবাইল রিচার্জ দুশ্চিন্তা ধরা দিয়েছে। অনেকের কাছে একের অধিক মোবাইল রয়েছে। একটা মোবাইল রিচার্জ করতে যদি এত টাকা লাগে সেক্ষেত্রে একের অধিক মোবাইল রিচার্জ করতে তার আয়ের বেশ কিছু অর্থ ব্যয় করতে হচ্ছে। যার ফলে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। বহু মানুষ একাধিক মোবাইলের পরিবর্তে একটি মোবাইল ব্যবহার করছে। তবে বড় সমস্যাটি হলো বর্তমানে যেহেতু মোবাইল নম্বর সঙ্গে আধার কার্ড, ব্যাংক একাউন্ট, এছাড়াও অন্যান্য কাজে যুক্ত রয়েছে। সেই কারণে চাইলেও মোবাইল নম্বরটি বন্ধ করতে পারছেন না। তার ফলে বহু সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য BSNL পক্ষ থেকে এই নতুন উদ্যোগ। যার মাধ্যমে আপনি মাত্র ৩ টাকার বিনিময়ে অনায়াসে আপনার মোবাইল নম্বরটি সচল রাখতে পারবেন। এতে আপনার মোবাইল নাম্বার বন্ধ হয়ে যাওয়া অথবা খোয়া যাওয়ার দুশ্চিন্তা থাকবে না। BSNL Offer for Indian
বর্তমানে BSNL যে ৩ টাকার প্ল্যানটি নিয়ে কথা বলছি, সেটির সুবিধা পেতে আপনাকে এককালীন ৭৯৭ টাকা রিচার্জ করতে হবে। ৭৯৭ টাকা একবার রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন 300 দিনের ভ্যালিড রিচার্জ প্ল্যান। যার মাধ্যমে আপনি গোটা ভারতবর্ষ জুড়ে যেকোনো নেটওয়ার্কের সঙ্গে আনলিমিটেড কথা বলতে পারবেন। এর পাশাপাশি আপনাদের জন্য থাকবে বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধাও। প্রতিদিন দুই জিবি করে ডাটা। দৈনিক ১০০ টি টেক্স sms এর সুবিধা। তবে প্রাথমিক অবস্থায় আপনারা ৬০ দিনের জন্য আনলিমিটেড কলিং, ডেটা ও ম্যাসেজ সুবিধা পাবেন। সাত দিন পর যদি আপনি আরো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে টপ আপ রিচার্জ করতে হবে।
পরিশেষে বলা যায় BSNL এর এই রিচার্জ প্ল্যানটি ইতিমধ্যেই জনপ্রিয়। যারা শুধুমাত্র মোবাইল ফোনটিকে সচল রাখতে ব্যবহার করছেন, তাদের জন্যই সর্বাধিক সুবিধা জনক। কারণ ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে BSNL এর ই অন্যান্য প্ল্যানগুলি রয়েছে, সেগুলি ব্যবহার করতে পারেন। তাই আপনি যদি BSNL এরর এ পরিষেবা পেতে চান, তাহলে সর্ব প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী BSNL স্তরে গিয়ে BSNL এর একটি নতুন সিম নিতে হবে। নয়তো বর্তমানে আপনি যে সিমকার্ড ব্যবহার করছেন সেই নাম্বারটিকে BSNL পোর্ট করে নিতে পারেন। বর্তমানে পোর্ট করা ভীষণ সোজা।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
বাংলার চাকরি প্রার্থীদের জন্য আবারো আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড সংস্থা। যেখানে একাধিক শূন্য পদে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে উক্ত পদে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ তথা সকল ভারতীয় নাগরিক নারী পুরুষ নির্বিশেষে এই পদে আবেদনযোগ্য। আজকে আমাদের প্রতিবেদনে এয়ার ইন্ডিয়া সুপারভাইজার পদে যে কর্মী নিয়োগ করা হবে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিম্নে বিজ্ঞপ্তি সমন্ধিত বিস্তারিত তথ্য যেমন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদনের তারিখ প্রভৃতি তথ্যগুলো একে একে তুলে ধরা হলো। Airport Supervisor job recruitment
• এমপ্লয়মেন্ট নাম্বার:- AIESL/HR-HQ/2024/4779
• শূন্য পদ:– এয়ার ইন্ডিয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো ASSISTANT SUPERVISOR
• মোট শূন্যপদের সংখ্যা:– ASSISTANT SUPERVISOR পদে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ৭৩ টি।
• শিক্ষাগত যোগ্যতা:-
অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। তার পাশাপাশি BCAS অনুমোদিত AVSEC সার্টিফিকেট প্রয়োজন।
• মাসিক বেতন:-
উল্লেখিত শূন্য পদে নিয়োগের পর চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২৭,৯৪০ টাকা। পরবর্তীকালে বেতনের পরিমাণ ধাপে ধাপে বাড়তে থাকবে।
• বয়সসীমা:-
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত সকল নাগরিক এই পদের জন্য যোগ্য। তবে তপশিলি জাতি ও উপজাতির নাগরিক অতিরিক্ত ৫ বছরের বয়সের ছাড় পাবেন। অন্যদিকে ওবিসি চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছার পাবেন।
• আবেদন পদ্ধতি:-
এ আবেদন প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হয়। আবেদন পত্রটি ডাউনলোড করা হয়ে গেলে , সেটিকে ভালোভাবে পূরণ করতে হবে। আবেদন পত্রটি পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানো ঠিকানা নিচে দেওয়া রয়েছে।
• আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
এই নিয়োগ প্রক্রিয়ায় যে সকল চাকরি প্রার্থী আবেদনে ইচ্ছুক, তাদের আবেদন পত্রটি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে-
Chief Human Resources Officer, AI Engineering Services Limited, Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurobindo Marg, New Delhi – 110003
• আবেদন তারিখ:-
আবেদন পক্ষে ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা উক্ত তারিখের আগেই তাদের আবেদন পত্রটি পাঠাতে পারে।
• জব লোকেশন:-
এয়ার ইন্ডিয়ার সুপারভাইজার পদে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের যে স্থানগুলোতে জব লোকেশন দেওয়া হবে তা নিম্নলিখিত –
এয়ার ইন্ডিয়া দিল্লি, মুম্বাই, নাগপুর, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম প্রভৃতি ডিভিশন।
এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে এর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। নিম্নে এর অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।
Official Notification : Download
Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you