সরকারি কর্মচারীদের জন্য বিরাট আপডেট, প্রতিমাসে মিলবে ১০ হাজার টাকা -Central Government Scheme

সরকারি কর্মচারীদের জন্য ফের দারুণ ঘোষণা সরকার পক্ষের। কেননা এবার সরকারি কর্মচারীদের ব্যাংক একাউন্টে এক সময় প্রতিমাসে ১০ হাজার টাকা ঢুকবে। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে ইউনিফাইড পেনশন স্কিম এর অনুমোদন করা হয়েছে। এতদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যাশনাল পেনশন স্কিম এর মাধ্যমে পেনশন পেয়ে থাকতেন কিন্তু কেন্দ্র সরকার কর্তৃক ২৪ আগস্ট ইউনিফাইড পেনশন স্কিম অনুমোদন করা হয়েছে। আজকের প্রতিবেদনে ইউনিফাইড পেনশন স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। জেনে নেব এই স্কিমের সুবিধা এবং এর উদ্দেশ্য কি? আসুন তাহলে শেষ পর্যন্ত পড়ুন। Central Government Unified Pension Scheme

central Government Scheme

এবার সবার মাথায় একটাই প্রশ্ন ইউনিফাইট পেনশন স্কিম চালু করার পেছনে সরকারের উদ্দেশ্য কি? 

ইউনিফাইড পেনশন স্কিম শুরু করার পিছনে সরকারের উদ্দেশ্য হলো পুরনো স্কিমকে সংস্করণ করে নতুন ভাবে আনা হয়েছে। এও জানানো হয়েছে পরের বছর এপ্রিল মাস থেকে ইউনিফাইড পেনশন স্কিম লাগু হতে চলেছে। ইউনিফট পেনশন স্কিমের মূল উদ্দেশ্য হলো ১.পেনশন নিশ্চিত করা, ২.ন্যূনতম পেনশন নিশ্চিত করা ও ৩. পারিবারিক পেনশন নিশ্চিত করা

 

আসুন তাহলে এই পেনশন স্কিমের বিভিন্ন উদ্দেশ্য গুলি বিস্তারিত জেনে নেওয়া যাক –

১. নিশ্চিত পেনশন :এই পেনশন স্কিমের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত সরকারি কর্মচারীরা বিগত ২৫ বছর ধরে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং অবসর গ্রহণের আগের বছর যত টাকা বেতন পেতেন তার ৫০ শতাংশ টাকা প্রতিমাসে পেনশন হিসাবে দেওয়া হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে এই পেনশন ক্যালকুলেশন করা হবে ওই ব্যক্তির বেসিক বেতনের উপর নির্ভর করে। এর পাশাপাশি এই স্কিমের আওতায় আসতে গেলে অবশ্যই বিগত ২৫ বছর ধরে কাজ করতে হবে। Central Government Pension Scheme

 

২. নূন্যতম পেনশন : ন্যূনতম পেনশন স্কিমের মূল উদ্দেশ্য হলো এক্ষেত্রে যে সমস্ত সরকারি কর্মচারীরা বিগত ২৫ বছরের কম সময় ধরে কাজ করেন অর্থাৎ নূন্যতম ১০ বছর ধরে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত কর্মচারীদের ন্যূনতম পেনশন স্কিমের আওতায় আনা হবে। অবসরের পর প্রতি মাসে পেনশন হিসাবে ১০,০০০ টাকা দেওয়া হবে। Central Government Pension Scheme

 

৩. পারিবারিক পেনশন : পারিবারিক পেনশন স্কিমের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত কর্মীরা পেনশন পাওয়া অবস্থায় মারা যায় তাদের পারিবারিক পেনশন স্কিম এর মাধ্যমে টেনশন হোল্ডারকারীর পরিবার কিংবা তার স্ত্রীকে টেনশন হোল্ডারকারীর পেনশনের ৬০ শতাংশ টাকা দেওয়া হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x